Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • সেনার গোপন তথ্য পাকিস্তানে! পঞ্জাব থেকেই ফাঁস হচ্ছিল ‘অপারেশন সিঁদুর’-এর কৌশল
দেশ

সেনার গোপন তথ্য পাকিস্তানে! পঞ্জাব থেকেই ফাঁস হচ্ছিল ‘অপারেশন সিঁদুর’-এর কৌশল

arrested
Email :35

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড়সড় নিরাপত্তা বিভ্রাট (Pakistani Spy)! পঞ্জাবের তরণ তারণ এলাকা থেকে গগনদীপ সিং নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, এই যুবক পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-র হয়ে (Pakistani Spy)গুপ্তচরবৃত্তি করছিল। শুধু তাই নয়, সেনার স্পর্শকাতর তথ্য পাকিস্তানে পাচারেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, গগনদীপের মোবাইল ঘেঁটে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। তার ফোনে ISI-র অন্তত ২০ জন এজেন্টের (Pakistani Spy) নম্বর পাওয়া গিয়েছে। গগনদীপের সরাসরি যোগাযোগ ছিল পাকিস্তানে থাকা কুখ্যাত খলিস্তানি নেতা গোপাল সিং চাওলার সঙ্গে। চাওলা তাকে ISI-র অপারেটিভদের (Pakistan Spy) সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়।

তদন্তে জানা গিয়েছে, গগনদীপ সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই নিয়মিত সেনার গতিবিধি, কৌশল, বাহিনীর মোতায়েনের তথ্য পাকিস্তানে পাঠাত। গত ৭ মে গভীর রাতে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। তার পরেই সংঘাতের আবহে সেনা মোতায়েন বাড়ে। ঠিক সেই সময় গগনদীপ এই গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাঠায় পাকিস্তানে।

পুলিশ আরও জানিয়েছে, গত পাঁচ বছর ধরে পাকিস্তানের খলিস্তানি চক্রের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল গগনদীপ। পাকিস্তানের মাটিতে বসে চাওলা যেভাবে ভারতের ভিতর এজেন্ট তৈরি করছে, তা অত্যন্ত ভয়ংকর বলে মনে করছেন গোয়েন্দারা।

পাকিস্তান থেকে মোবাইল ফোনের মাধ্যমে নির্দেশ আসত, আর গগনদীপ সেই অনুযায়ী তথ্য জোগাড় করে পাঠাত। বদলে টাকা আসত ভারতের ভিতরেই থাকা একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে। অর্থাৎ শুধু গগনদীপ নয়, এর পিছনে বড়সড় ‘গুপ্তচর চক্র’ কাজ করছে, যা জাতীয় নিরাপত্তার পক্ষে গুরুতর হুমকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts