Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • টলিউডের দ্বন্দ্বে কড়া মন্তব্য হাইকোর্টের—‘রাজ্যের অনীহা, ইন্ডাস্ট্রি স্বচ্ছভাবে চালাতে পারে না সরকার’
রাজ্য

টলিউডের দ্বন্দ্বে কড়া মন্তব্য হাইকোর্টের—‘রাজ্যের অনীহা, ইন্ডাস্ট্রি স্বচ্ছভাবে চালাতে পারে না সরকার’

justice amrita sinha
Email :2

টলিপাড়ার দ্বন্দ্ব নিয়ে দায়ের হওয়া মামলাগুলি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তাঁর স্পষ্ট পর্যবেক্ষণ—এই সমস্যার সমাধান আদালতে সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি (Justice Amrita Sinha) প্রিন্সিপাল সেক্রেটারিকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়ে দেন, “আপনি জানেন ইন্ডাস্ট্রির মধ্যে সমস্যা হচ্ছে। তাও কিছু করতে পারছেন না কেন?”

আদালতে মামলাকারীদের দাবি ছিল, টেকনিশিয়ানদের নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই, কিন্তু ফেডারেশনের কারণে কাজ করতে দেওয়া হচ্ছে না। অনেক শিল্পী দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না।

এই পরিস্থিতি নিয়ে বিচারপতি (Justice Amrita Sinha) কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “রাজ্য সরকার ইন্ডাস্ট্রি স্বচ্ছভাবে চালাতে পারছে না। সরকারের স্পষ্ট অনীহা রয়েছে।” তাই আদালতের কাছে মামলাগুলি খারিজ করা ছাড়া আর কোনও উপায় ছিল না।

টলিপাড়ার এই দ্বন্দ্বে ফেডারেশনের বিরুদ্ধে দুটি অবমাননার মামলা দায়ের হয়েছিল। এই বিষয়ে আগামী ১৭ নভেম্বর হলফনামা জমা দিতে হবে। এ ছাড়া রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, ২৭ জনের নাম নিয়ে একটি কমিটি গড়া হোক। কিন্তু বিচারপতি (Justice Amrita Sinha) সাফ বলেন, “সবাই নেতৃত্ব দিতে চাইছে, এটা আবার কীভাবে সম্ভব?”

এর আগে, ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালক মামলা করেছিলেন। সেই সময় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, একটি কমিটি গড়ে এই সমস্যা মেটাতে হবে। গত ৮ সেপ্টেম্বরের মধ্যে পরিচালকদের ও ফেডারেশনের তরফ থেকে নাম জমা দিতে বলা হয়েছিল। পরিচালকরা আগেই তাঁদের তালিকা জমা দেন। সেখানে মুম্বইয়ের বেশ কয়েকজন খ্যাতনামা পরিচালকের নাম ছিল। শেষ দিনে তালিকা জমা দেয় ফেডারেশন। তাদের তালিকায় টালিগঞ্জের একাধিক পরিচালক ও প্রযোজকের নাম অন্তর্ভুক্ত করা হয়।

সব মিলিয়ে, মামলার সমাধান না হয়ে আরও জটিল হয়ে উঠছে টলিপাড়ার অন্দরের দ্বন্দ্ব। আদালতের হাত গুটিয়ে নেওয়ায় এখন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts