Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • “আমায় ঘুষি মেরেছে পুলিশ!” বিস্ফোরক অভিযোগ নওশাদ সিদ্দিকির
রাজ্য

“আমায় ঘুষি মেরেছে পুলিশ!” বিস্ফোরক অভিযোগ নওশাদ সিদ্দিকির

naosad siddikiq
Email :3

ধর্মতলায় উত্তাল পরিস্থিতি! আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) নেতৃত্বে বুধবার (২০ আগস্ট) রাস্তায় নামেন আইএসএফ কর্মীরা। তাঁদের দাবি— সংশোধিত ওয়াকফ আইন ও SIR বাতিল করতে হবে। হাতে জাতীয় পতাকা নিয়ে এগোচ্ছিল মিছিল, কিন্তু পুলিশের অভিযোগ— মিছিলে কোনও অনুমতি নেওয়া হয়নি। ফলে ধর্মতলার মেইন রোডে পৌঁছতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Nawsad Siddique) ।

পুলিশ মিছিল সরাতে চাইলে নওশাদ (Nawsad Siddique) রাজি হননি। এরপরই ধুন্ধুমার কাণ্ড! কর্মীদের আটক করতে গেলে প্রবল বাধা দেন আইএসএফ সমর্থকরা। ওয়াই চ্যানেলের রাস্তায় বসেই ধরনায় শামিল হন তাঁরা। শেষমেশ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) ও আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেন নওশাদ। তাঁর দাবি— “আমাকে পুলিশ ঘুষি মেরেছে, নাকে আঘাত করেছে। আমার মাথায় টুপি আছে বলে কি প্রতিবাদ করতে পারব না?” তিনি পুলিশকে পাল্টা প্রশ্ন করেন— “আমায় আটক করতে পারেন, কিন্তু ওয়াকফ নিয়ে প্রতিবাদ আটকে দিতে পারবেন না!”

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন— “এই মিছিলে কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই তাঁকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।” যদিও নওশাদ স্বীকার করেছেন, সত্যিই এই মিছিলের জন্য অনুমতি নেওয়া হয়নি।

তবুও তাঁর সাফ কথা— “ওয়াকফ নিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে, পুলিশকে বলেছিলাম আমাদের সাইডে জায়গা দিন। তারা বলল পারবে না। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, বাংলায় যেন ওয়াকফ বিরোধী আন্দোলন না দেখা যায়। বিজেপি-আরএসএসকে দেখাতে চাইছেন সব শান্ত আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts