চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আর নতুন করে পরীক্ষায় বসতে চান না। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কোনওভাবেই অমান্য করা যাবে না। সেইসঙ্গে রাজ্য সরকার দু’টি বিকল্প রেখেছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী আবেদন করেন, চাকরিহারারা যেন আবার পরীক্ষায় বসেন।
মমতার (Mamata Banerjee) কথায়, “সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অপশন ১ কাজে লাগান, অপশন ২-ও কাজে লাগান। অ্যাপ্লিকেশন ফেলে রাখুন। পরীক্ষা দিন।”
তিনি (Mamata Banerjee) এদিন স্পষ্ট জানান, কত শূন্যপদ আছে এবং কত নতুন পদ তৈরি হয়েছে।
মোট শূন্যপদ: ৪৪,২০৩
নবম ও দশম শ্রেণির জন্য: ২৩,২১২
একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য: ১২,৫১৪
গ্রুপ সি: ২,৯৮৯
গ্রুপ ডি: ৫,৪৮৮
অতিরিক্ত তৈরি শূন্যপদ:
নবম ও দশম শ্রেণির জন্য: ১১,৫১৭
একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য: ৬,৯১২
গ্রুপ সি: ৫৭১
গ্রুপ ডি: ১,০০০
চাকরিহারাদের অন্যতম বড় উদ্বেগ ছিল বয়সের সীমা। এ প্রসঙ্গে মমতা আশ্বস্ত করে বলেন, যাঁদের বয়স সীমা পেরিয়ে গেছে, তাঁদের জন্য age relaxation থাকবে। তাছাড়া যাঁরা এতদিন কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতার মূল্যও দেওয়া হবে।