মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-আ-লাগোয় (Donald Trump) আবারও নিরাপত্তা লঙ্ঘন! মঙ্গলবার মধ্যরাতে টেক্সাসের এক ২৩ বছর বয়সী যুবক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ব্যক্তিগত বাসভবনের দেয়াল টপকে ঢুকে পড়েন। পরে গোপন নিরাপত্তা সংস্থার (সিক্রেট সার্ভিস) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম অ্যান্থনি থমাস রেয়েস। পুলিশকে তিনি বলেন, “আমি প্রাচীর টপকেছি ঈশ্বরের বাণী ছড়াতে এবং কাইকে বিয়ে করতে।” পাম বিচ (Donald Trump) পুলিশের রিপোর্ট অনুযায়ী, এটি ছিল না তার প্রথমবারের ঘটনা। আগেও ২০২৪ সালের ডিসেম্বরে একবার মার-আ-লাগোয় অবৈধভাবে প্রবেশ করেছিলেন তিনি।
রেয়েসের দাবি, তিনি ট্রাম্পের সঙ্গে ধর্ম নিয়ে কথা বলতে চেয়েছিলেন এবং তার নাতনি কাই ম্যাডিসন ট্রাম্পকে (১৮ বছর) বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন। কাই হলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ভেনেসা ট্রাম্পের মেয়ে।
ঘটনার সময় ট্রাম্প নিজে ওয়াশিংটন ডিসিতে ছিলেন। রেয়েস বর্তমানে পাম বিচ কাউন্টি জেলে রয়েছেন। তার জামিন নির্ধারিত হয়েছে ৫০ হাজার ডলার। মঙ্গলবার আদালতে তাকে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
এর আগেও ২০২৪ সালের এপ্রিল মাসে ৫৮ বছর বয়সী এক নারী, অ্যাড্রিয়েন তাজিরিয়ান, ট্রাম্প জুনিয়রের সঙ্গে ডিনার করতে ঢুকে পড়েছিলেন মার-আ-লাগোয়। ওই ঘটনার পর থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।