Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Operation Sindoor: মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর! ক্ষেপণাস্ত্র হামলায় ধূলিস্মাৎ হয়ে গেল একের পর এক জঙ্গিঘাঁটি
দেশ

Operation Sindoor: মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর! ক্ষেপণাস্ত্র হামলায় ধূলিস্মাৎ হয়ে গেল একের পর এক জঙ্গিঘাঁটি

Email :7

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারত (Operation Sindoor)। গতকাল রাত ১.০৫ মিনিটে অপারেশন সিঁদুর (Operation Sindoor) শুরু করে ভারতীয় সেনা ও বায়ুবাহিনী। পর পর ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত (Operation Sindoor)। সেই ক্ষেপণাস্ত্র পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে নিক্ষেপ করে (Operation Sindoor)। মধ্যরাতে একের পর এক ক্ষেপণাস্ত্রের হামলায় কেঁপে ওঠে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক অঞ্চল (Operation Sindoor)। এই পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ভারত কোনও পাক সামরিক ঘাঁটি বা সাধারণ নাগরিকের বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি (Operation Sindoor)। ২৪টি ক্ষেপণাস্ত্রের প্রতিটা সফলভাবে নিক্ষেপ করা সম্ভব হয়েছে (Operation Sindoor)।

মঙ্গলবার মধ্যরাতের কিছু পরেই ভারত অপারেশন সিঁদুর শুরু করে। ভারতের অভিযানের আধঘণ্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী বিবৃতি দেয়। সেখানে জানানো হয়, ভারত পাকিস্তানের আকাশ ব্যবহার করেনি। ভারতের আকাশ থেকেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে পাকিস্তানের তরফে অভিযানের প্রায় সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়ে পাল্টা হামলার হুমকি দেওয়া হয়। পাক সেনাবাহিনীর তরফে জানানো হয়, এর উত্তর ভারতকে নিজের মতো করে দেবে। একটি মসজিদে ও পাকিস্তানের সাধারণ নাগরিকদের ওপর এই হামলা করা হয়েছে বলে পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, লস্কর ই তইবার জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও হাফিস সইদ যে মসজিদের আডালে নিজের জঙ্গিমূলক কাজকর্ম চালাতো, সেই মসজিদকেও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হয়েছে। সেই মসজিদটি কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts