Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশ
  • Jharkhand: সরাসরি আইএসের সঙ্গে যোগ! ধানবাদ থেকে গ্রেফতার মহিলা সহ চার
দেশ

Jharkhand: সরাসরি আইএসের সঙ্গে যোগ! ধানবাদ থেকে গ্রেফতার মহিলা সহ চার

Email :7

পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর দেশের বিভিন্ন রাজ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছে প্রশাসন (Jharkhand)। সেই অভিযানের অঙ্গ হিসাবেই শনিবার ঝাড়খণ্ডের (Jharkhand)ধানবাদ থেকে চার জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে রাজ্যের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। ধৃতদের তালিকায় রয়েছেন এক মহিলা (Jharkhand)।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিজবুত তাহরির, আল-কায়েদা এবং আইএসআইএসের সঙ্গে যুক্ত। ধৃত চার জন হলেন গুলফাম হাসান, অয়ন জাভেদ, শাহজাদ আলম এবং শবনম পারভিন। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে ধানবাদের একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সন্ত্রাসবাদী সংগঠনের নিষিদ্ধ প্রচারপুস্তক।

তদন্তকারীদের দাবি, ধৃতরা রাজ্যে একটি সক্রিয় স্লিপার সেল তৈরি করেছিল, যার মাধ্যমে যুবসমাজকে উগ্রপন্থা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত করার চেষ্টা চলছিল। পাশাপাশি অস্ত্র কারবারেও যুক্ত ছিল তারা। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর হিজবুত তাহরিরকে ইউএপিএ আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর বিভিন্ন রাজ্যে পাকিস্তানপন্থী ও সন্ত্রাসে মদত দেওয়া গোষ্ঠীগুলির বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমেছে প্রশাসন। অসম, মেঘালয়, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। এর মধ্যে শুধু অসমেই ধরা পড়েছে ৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts