Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “কমিশন কি বাঙালিদের টার্গেট করছে?”— বৈঠকের পর ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল
দেশ

“কমিশন কি বাঙালিদের টার্গেট করছে?”— বৈঠকের পর ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল

tmc team
Email :20

বঙ্গে SIR প্রক্রিয়ার নামে বেনিয়মের অভিযোগ তোলার পর তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলল। শুক্রবার সকালেই ১০ জন তৃণমূল সাংসদ একটি প্রতিনিধি দল নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন। দলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল ও সাকেত গোখলে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক (SIR) চললেও কমিশনের পক্ষ থেকে তৃণমূলের পাঁচটি মূল প্রশ্নের কোনওটিই উপযুক্তভাবে উত্তর করা হয়নি বলে দাবি করেছেন প্রতিনিধি দল।

তৃণমূলের লোকসভার উপদলনেতা শতাব্দী রায় জানিয়েছেন, প্রথম প্রশ্ন ছিল, SIR প্রক্রিয়া কি শুধু অনুপ্রবেশকারীদের রুখতেই প্রয়োগ করা হচ্ছে? তবে কেন আলাদা করে বাঙালিদের টার্গেট করা হচ্ছে এবং দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে? তৃতীয় প্রশ্ন, মিজোরাম ও ত্রিপুরার মতো রাজ্যে কেন SIR প্রক্রিয়া হচ্ছে না? চতুর্থ প্রশ্ন, অবৈধ ভোটার বাছাইয়ের নামে এই প্রক্রিয়া চললেও সেই ভোটারদের দ্বারা নির্বাচিত মোদি সরকারের বৈধতা কতটুকু? এবং পঞ্চম ও সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, SIR-এর কারণে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে, তার দায় নির্বাচন কমিশন নেবে কি না এবং নিহতদের পরিবারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

ডেরেক ও’ব্রায়েনের দাবি, কমিশন তাঁদের কোনও প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেনি। প্রায় ৪০ মিনিট ধরে কমিশন নানারকম ব্যাখ্যা দিলেও মূল প্রশ্নগুলির কোনও স্পষ্ট উত্তর মেলেনি। এই বৈঠক ও তৃণমূলের অভিযোগ রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts