Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “রায়গঞ্জ নয়, থাকবেন আর জি করেই”— হাই কোর্টে বড় জয় অনিকেত মাহাতোর
রাজ্য

“রায়গঞ্জ নয়, থাকবেন আর জি করেই”— হাই কোর্টে বড় জয় অনিকেত মাহাতোর

aniket mahato
Email :2

বদলি নিয়ে বড় স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahato)। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়— তিনি রায়গঞ্জে নয়, কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই পোস্টিং পাবেন। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বজিৎ বসুর বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের আগের রায় বহাল রাখে। আদালত জানায়, তারা আগের রায়ে কোনও হস্তক্ষেপ করছে না।

অর্থাৎ, মেধা তালিকায় ২৪তম স্থানে থাকা চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahato) এবার তাঁর পছন্দের কর্মস্থলেই ফিরতে চলেছেন। আদালতের এই রায়ের পর চিকিৎসক মহলে স্বস্তির হাওয়া।

গত ২৭ মে স্বাস্থ্যদফতর অনিকেত মাহাতোর বদলির নির্দেশ দেয়। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁকে (Aniket Mahato) উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে বদলি করা হয়। সেই সিদ্ধান্তকেই আদালতে চ্যালেঞ্জ করেন অনিকেত। তাঁর যুক্তি ছিল— যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে পোস্টিং দেওয়া হয়, তবে পছন্দের হাসপাতাল না দেওয়ার অর্থ কী?

মামলাটি প্রথমে ওঠে বিচারপতি বিশ্বনাথ বসুর এজলাসে। শুনানিতে অনিকেত জানান, আর জি কর মেডিক্যালে অ্যানাস্থেশিয়া বিভাগে চারটি শূন্যপদ আছে। তার মধ্যে একটি পদে তাঁর আগে থাকা চিকিৎসক নিয়োগ পেয়েছেন, আর দুটি পদে র‍্যাঙ্ক ২৬ ও ৩৪-এর চিকিৎসকরা নিযুক্ত হয়েছেন। অথচ, তিনি (র‍্যাঙ্ক ২৪) সেই সুযোগ পাননি।

বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চে অনিকেতের পক্ষে রায় দেন— তাঁকে আর জি কর মেডিক্যালেই রাখতে হবে। রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও, আজ ডিভিশন বেঞ্চ আগের রায়ই বহাল রাখল।

আদালতের পর্যবেক্ষণ, সিঙ্গেল বেঞ্চের রায় যুক্তিসংগত, এবং তাতে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। ফলে কার্যত অনিকেতের বদলির নির্দেশ বাতিল হয়ে গেল।

এই রায় ঘিরে চিকিৎসক সমাজে ফের আলোচনার ঝড়। অনিকেত মাহাতো যিনি গত বছর থেকেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের উপর চাপ ও বদলি নীতির বিরুদ্ধে সরব ছিলেন, তাঁর পক্ষে এই রায়কে “নৈতিক জয়ের প্রতীক” বলেই মন্তব্য সহকর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts