পাকিস্তানের ছোড়া আটটি মিসাইল (Missile Attack) মুহূর্তে ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম (Missile Attack)। সূত্রের খবর, জম্মুর আরএসপোরায় আকাশেই গুড়িয়ে দেওয়া হয় পাক সেনার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি (Missile Attack)। ভারতীয় এস-৪০০ সিস্টেম ফের প্রমাণ করল তার কার্যকারিতা (Missile Attack) – একে একে সমস্ত মিসাইল টুকরো টুকরো হয়ে আকাশেই ছারখার হয়ে যায় (Missile Attack)।
এদিন সন্ধ্যার পর জম্মুতে পরপর বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়ায়। শোনা যায় প্রায় ৫ থেকে ৬টি বিস্ফোরণ। সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সতর্কতা সাইরেন। গোটা জম্মু ও রাজৌরি জেলাজুড়ে ছড়িয়ে পড়ে ব্ল্যাকআউট। আকাশে দেখা যায় সন্দেহভাজন ড্রোনের গতিবিধি। একইসঙ্গে কুপওয়ারা এবং রাজস্থান সীমান্তেও শোনা যায় গুলির শব্দ ও বিস্ফোরণ। জয়সালমের দিক থেকেও রিপোর্ট আসে বিস্ফোরণের।
সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতভর কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থান – এই তিন রাজ্যকে নিশানা করে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান।
প্রসঙ্গত, এর আগেও উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী সেনা ছাউনিগুলিতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের পরাক্রমশালী এস-৪০০ সিস্টেম সেই আক্রমণকে সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে অন্তত ৭২টি মিসাইল ছোড়া হয়েছে এস-৪০০ প্ল্যাটফর্ম থেকে, যার প্রায় সবকটিই নির্ভুলভাবে আঘাত করেছে শত্রুর মিসাইল ও ড্রোনে।