মেঘালয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের (Meghalaya Murder) ঘটনায় গ্রেফতার হল সোনম। সোমবার উত্তরপ্রদেশের গাজিপুর থেকে তাকে আটক করে পুলিশ। নিখোঁজ হওয়ার পরে নিজেই ফোন করে নিজের অবস্থান জানায় সে পরিবারের একজনকে। সেখান থেকেই তাকে খুঁজে পায় পুলিশ, এবং আত্মসমর্পণ করে সোনম।
পুলিশি জেরায় সোনম স্বীকার করেছে (Meghalaya Murder), অফিসের এক জুনিয়র সহকর্মী রাজ কুশওয়াহার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। আর সেই প্রেমিকের জন্যই স্বামী রাজাকে খুন করার পরিকল্পনা করে।
তবে জেরার সময় পুলিশের চোখে ধুলো দিতে চেয়েছিল সে। উত্তরপ্রদেশ পুলিশের ADG (আইন-শৃঙ্খলা) অমিতাভ যশ জানান, সোনম (Meghalaya Murder) নিজেকে নির্দোষ এবং পরিস্থিতির শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। তার দাবি, তাকে গাজিপুরে জোর করে মাদক খাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু তদন্তকারীদের চোখ এড়াতে পারেনি সোনম। ADG জানান, সোনমের কোনও ধারণা ছিল না কীভাবে পুলিশি জেরা হয়। ভেবেছিল, সহজেই ফাঁকি দিতে পারবে। কিন্তু মেঘালয় পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালিয়েছে। প্রয়োজনে তাদের সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এই মুহূর্তে সোনমকে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।