Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • গাড়ি মাঝপথে হাওয়ায় ঝুলছে! রাত ১টার রোমহর্ষক দৃশ্য কাঁপাল মহারাজগঞ্জ
Important

গাড়ি মাঝপথে হাওয়ায় ঝুলছে! রাত ১টার রোমহর্ষক দৃশ্য কাঁপাল মহারাজগঞ্জ

Uttar Pradesh
Email :10

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ (Uttar Pradesh) জেলায় রবিবার গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি গাড়ি। নেপাল থেকে গোরখপুর (Uttar Pradesh) অভিমুখে আসার সময়, গাড়িটি একটি নির্মাণাধীন উড়ালপুলের শেষ প্রান্তে পৌঁছে হঠাৎই মাঝ আকাশে ঝুলে পড়ে। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়ক ২৪-এর ওপর, ভৈয়া-ফরেন্দা সংলগ্ন এলাকায়।

রাত প্রায় ১টার সময় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, গাড়িটি যখন সোনৌলি থেকে গোরখপুর যাচ্ছিল, তখন অন্ধকারে রাস্তার দৃশ্য ঠিকমতো বোঝা যাচ্ছিল না। উড়ালপুলের হঠাৎ শেষ হওয়া দেখে চালক সময়মতো ব্রেক কষে দেন। এর ফলে গাড়িটি নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়, তবে তা উড়ালপুলের কিনারায় মাঝ আকাশে ঝুলে যায়।

স্থানীয় বাসিন্দারা তীব্র শব্দ শুনে ঘর থেকে (Uttar Pradesh) বেরিয়ে এসে দেখেন, গাড়িটি মাঝ আকাশে ঝুলছে। গাড়িতে থাকা যাত্রীরা কোনওরকমে নিরাপদে বেরিয়ে আসেন এবং আশ্চর্যের বিষয়, তারা কেউ আহত হননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তখন পর্যন্ত গাড়িটি খালি ছিল। সকাল হওয়ার আগেই নির্মাণ সংস্থার তরফে একটি ক্রেন এনে গাড়িটি সরানো হয় (Uttar Pradesh)। পুলিশের দাবি, গাড়ির যাত্রীরা কোনও খবর না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।

ফরেন্দা থানার ওসি প্রশান্ত পাঠক বলেন, “আমরা পৌঁছনোর আগেই যাত্রীরা চলে গিয়েছিলেন। নির্মাণ সংস্থার সাহায্যে ক্রেনে গাড়ি সরানো হয়।”

Uttar Pradesh
ঝুলছে গাড়ি

ঘটনাটি সামনে আসতেই (Uttar Pradesh) নানা প্রশ্ন উঠতে শুরু করেছে—এই দুর্ঘটনা কি নির্মাণ সংস্থার গাফিলতির ফল, না কি ভুল নির্দেশ দেওয়া গুগল ম্যাপের দোষ? তবে গুগল ম্যাপে পরীক্ষা করে দেখা গেছে, ঘটনাস্থলে কোনও উড়ালপুল দেখানো হয়নি। তবে রুট ডাইভারশন স্পষ্টভাবেই চিহ্নিত করা আছে।

ফলে গুগল ম্যাপের ঘাটতি নিয়ে অভিযোগ তোলার যুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকের মতে, আরও সাবধানতা অবলম্বন করলে এ ধরনের ভয়াবহ বিপদ এড়ানো সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts