গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় নিহত হন ২৬ জন নিরীহ সাধারণ মানুষ (Operation Sindoor)। সেই হৃদয়বিদারক ঘটনার পর ভারত সরকার চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), যেখানে পাকিস্তানের মাটিতে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই সাহসী জবাবের কেবল কূটনৈতিক নয়, জনমানসে সৃষ্টি হয়েছে এক গর্বময় দেশাত্মবোধের (Operation Sindoor) আবেগ।
সেই আবেগেই এবার সম্মান জানাতে এগিয়ে এলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। একেন বাবু ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’–র প্রিমিয়ারে উপস্থিত হয়ে তিনি পরে এলেন একটি বিশেষ বার্তা-বাহী টি-শার্ট। টিশার্টে স্পষ্ট লেখা ছিল— ‘অপারেশন সিঁদুর’।
টোটা বলেন, “এটা শুধুই ফ্যাশন নয়, আমার দেশের সেনাবাহিনীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা আর সম্মানের প্রকাশ।” এই বার্তায় শুধু তাঁর ব্যক্তিগত মনোভাব নয়, দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের ভাষাও ধরা পড়ে।
এই টিশার্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এমন টি-শার্ট পরে সেনাবাহিনীর সাহসিকতাকে সম্মান জানাতে চাইছেন। অনলাইনে ও নানা পোশাক ব্র্যান্ডে এই ‘অপারেশন সিঁদুর’ লেখা টিশার্টের দাম শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে। রয়েছে ৫৯৯ ও ৭৯৯ টাকার রেঞ্জও। এখন আপনি ঘরে বসেই অর্ডার করতে পারেন এই গর্বের প্রতীক।
‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।
নাম ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে অভিনয়ে রয়েছেন সোমক ঘোষ, সুহোত্র মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।