Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Fake Notes: বসিরহাট থেকে উদ্ধার ৩৪ লক্ষ টাকার জাল নোট! কোথায় পাচারের পরিকল্পনা ছিল
জেলা

Fake Notes: বসিরহাট থেকে উদ্ধার ৩৪ লক্ষ টাকার জাল নোট! কোথায় পাচারের পরিকল্পনা ছিল

Email :3

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার খোলাপোতা এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ জাল নোট (Fake notes) উদ্ধার করল পুলিশ। অভিযানে প্রায় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল (Fake notes) ভারতীয় মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে, স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিয়া থানার ওসি মলয় মণ্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় (Fake notes)। ধৃত ব্যক্তির নাম শেখ আবদুল করিম ওরফে রাজা। বাড়ি খোলাপোতা এলাকাতেই। উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে রয়েছে ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট (Fake notes)। এছাড়াও পাওয়া গিয়েছে টাকার আকারের সাদা কাগজ, যা প্রিন্ট করে আরও জাল নোট তৈরির পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের (Fake notes)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবদুল করিমের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক পুরনো অভিযোগ রয়েছে। এবার তাঁকে জাল নোটের মামলায় গ্রেফতার করা হয়েছে।

বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র বলেন, “ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক বেআইনি কাজের অভিযোগ ছিল। এবার প্রায় ৩৪ লক্ষ টাকার জাল নোট-সহ তাকে ধরা হয়েছে। বাংলাদেশি যোগসূত্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।” তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts