Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Jishu Sengupta: যিশু-নীলাঞ্জনা সম্পর্কে দূরত্ব আরও বাড়ল? ইনস্টাগ্রামে স্ত্রী ও বড় মেয়েকে আনফলো অভিনেতার
বিনোদন

Jishu Sengupta: যিশু-নীলাঞ্জনা সম্পর্কে দূরত্ব আরও বাড়ল? ইনস্টাগ্রামে স্ত্রী ও বড় মেয়েকে আনফলো অভিনেতার

Email :101

গত এক বছর ধরেই অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) ও তাঁর স্ত্রী নীলাঞ্জনা শর্মার দাম্পত্যে ফাটলের জল্পনায় সরগরম টলিপাড়া। ‘আদর্শ দম্পতি’ (Jishu Sengupta) হিসেবে পরিচিত হলেও, এখন আর এক ছাদের তলায় থাকেন না তাঁরা (Jishu Sengupta) —এমন খবরে মন খারাপ হয়েছিল বহু অনুরাগীর।

এই টানাপোড়েনের মধ্যেই এবার নতুন ইঙ্গিত মিলল সোশ্যাল মিডিয়ায়। যিশু সেনগুপ্ত ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন স্ত্রী নীলাঞ্জনা এবং বড় মেয়ে সারা সেনগুপ্তকে। যদিও, এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি কেউই।

উল্লেখ্য, আগেই ইনস্টাগ্রামে নিজের নামের পাশ থেকে ‘সেনগুপ্ত’ পদবী সরিয়ে দেন নীলাঞ্জনা। তারপরই গুঞ্জন শুরু হয়। এমনকী, একমাসের ব্যবধানে বাবাকে আনফলো করেন সারা। কিন্তু তবুও যিশু ইনস্টাগ্রামে মেয়েকে অনুসরণ করতেন এবং তাঁর পোস্টেও লাইক দেখা যেত। তবে সম্প্রতি তাঁর ফলো তালিকায় আর নেই সারা সেনগুপ্তের নাম।

যিশুর ফলো তালিকায় মাত্র ৩৪০ জন। সেখানেই অনুপস্থিত দুই প্রিয়জন—স্ত্রী ও বড় মেয়ে। তবে এখনও পর্যন্ত ছোট মেয়ে জারা সেনগুপ্তকে ইনস্টাগ্রামে অনুসরণ করে চলেছেন অভিনেতা।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মা অঞ্জনা ভৌমিকের প্রয়াণের পর থেকে ব্যক্তিগতভাবে একাধিক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন নীলাঞ্জনা। সেই সময় থেকেই যিশুর সঙ্গে তাঁর সম্পর্ক আরও শীতল হয়ে উঠেছে বলে ধারনা করা হয়। বলিউড ও টলিউড—দুই ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ নিয়ে যিশু যেমন ব্যস্ত, তেমনই মেয়েদের নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে চলেছেন নীলাঞ্জনা।

সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তন ঘিরে আবারও প্রশ্ন উঠছে—তবে কি সত্যিই ব্যক্তিগত জীবনে চূড়ান্ত দূরত্ব তৈরি হয়েছে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁর পরিবারের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts