Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য! ‘দাবাং’ বিডিও আত্মসমর্পণ করলেন না
জেলা

সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য! ‘দাবাং’ বিডিও আত্মসমর্পণ করলেন না

prashaanta barman
Email :6

‘দাবাং’ বিডিও হিসেবেই এলাকায় পরিচিত প্রশান্ত বর্মণ (Prashnata Barman)। কিন্তু এ বার তিনি সুপ্রিম কোর্টের নির্দেশও মানলেন না। শুক্রবারের মধ্যে বিধাননগর মহকুমা আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এ দিন আদালতে হাজির হননি প্রশান্ত বর্মণ। এর পরেই প্রশ্ন উঠছে, তাঁর বিরুদ্ধে এ বার পুলিশ কী পদক্ষেপ করবে (Prashnata Barman)।

সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা স্বপন কামিল্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় প্রশান্ত বর্মণের (Prashnata Barman) নাম জড়িয়েছে। গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির একটি খাল থেকে ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও অধরা প্রশান্ত বর্মণ। মৃতের পরিবারের অভিযোগ, তিনিই এই খুনের মূল অভিযুক্ত। দীর্ঘদিন তাঁকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার।

এই খুনের মামলায় প্রথমে বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মণ (Prashnata Barman)। পরে সেই আগাম জামিনের বিরোধিতা করে বিধাননগর পুলিশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট আগাম জামিন বাতিল করে গত ২২ ডিসেম্বর ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সেই সময়সীমাও পেরিয়ে গেলেও আদালতে হাজির হননি প্রশান্ত। এর পর তাঁকে ফেরার ঘোষণা করে বিধাননগর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ফেরার থাকা অবস্থাতেই সুপ্রিম কোর্টে যান প্রশান্ত বর্মণ। গত ১৯ জানুয়ারি সেখানেও স্বস্তি পাননি তিনি। বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ তাঁকে ২৩ জানুয়ারির মধ্যে স্থানীয় আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। জানানো হয়, যে আদালতে মামলাটি বিচারাধীন, সেখানেই তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

এর মধ্যেই প্রশাসন রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ করেছে। রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলকে বিডিওর দায়িত্ব দেওয়া হয়েছে। তবু আত্মসমর্পণের শেষ দিনেও আদালতে হাজির হননি প্রশান্ত বর্মণ। ফলে তাঁকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। পুলিশ এখন কী পদক্ষেপ নেয় এবং প্রশান্ত বর্মণ পরবর্তী সিদ্ধান্ত কী নেন, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts