Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দল ছাড়ছেন না হুমায়ুন? অভিষেকের সঙ্গে বৈঠকের পর হাসিমুখে ফেরালেন জল্পনা
জেলা

দল ছাড়ছেন না হুমায়ুন? অভিষেকের সঙ্গে বৈঠকের পর হাসিমুখে ফেরালেন জল্পনা

humayun Kabir
Email :5

মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) গত কয়েক সপ্তাহ ধরে দলবিরোধী মন্তব্য করে আলোচনায় ছিলেন। স্বাধীনতা দিবসের পর নতুন দল গড়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার পরিস্থিতি বদলে গেল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর হুমায়ুন (Humayun Kabir) জানালেন, “বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুরে মুর্শিদাবাদ ও আশপাশের জেলার নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন । হুমায়ুন-সহ (Humayun Kabir) তিন জেলার দশজন বিধায়ককে এই বৈঠকে ডাকা হয়েছিল। দুপুর আড়াইটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টার বৈঠকের শেষে জানা গেল— হুমায়ুন (Humayun Kabir) আপাতত দলেই থাকছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি শুধু হাসিমুখে বললেন, “নো কমেন্টস… বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়! বৈঠকে আমি সন্তুষ্ট, বাকিটা দলের অভ্যন্তরীণ বিষয়।”

দলের সঙ্গে হুমায়ুনের মতবিরোধ নতুন নয়। একাধিকবার তিনি প্রকাশ্যে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, এমনকি শোকজ নোটিসও পেয়েছেন। ফিরহাদ হাকিম, খলিলুর রহমান, অপূর্ব সরকারের মতো নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তাঁকে গুরুত্ব দেওয়া হয় না। তিনি বলেছিলেন, “দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে নয়।” তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কখনও প্রকাশ্যে ক্ষোভ দেখাননি।

সম্প্রতি নতুন দল গঠনের ইঙ্গিত দিয়ে তিনি রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছিলেন। কিন্তু আজকের বৈঠকের পর তাঁর “বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়” মন্তব্যে স্পষ্ট নয়— তিনি সত্যিই সন্তুষ্ট নাকি আরও বড় পদক্ষেপের পরিকল্পনা রাখছেন। রাজনৈতিক মহল মনে করছে, সময়ই সেই উত্তর দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts