Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মোদীর পেছনে কে সেই নিস্পলক চোখের মহিলা? ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য!
দেশ

মোদীর পেছনে কে সেই নিস্পলক চোখের মহিলা? ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য!

PM Modi security
Email :3

ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বিমান থেকে নামার মুহূর্তে তোলা একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল। কিন্তু এই ভিডিওতে নজর কেড়েছেন প্রধানমন্ত্রী নন, বরং তাঁর ঠিক পেছনে দাঁড়ানো এক রহস্যময়ী মহিলা। কালো স্যুট পরা, নিস্পলক দৃষ্টিতে চারপাশে নজর রাখা, দৃঢ় চোয়ালের এক নিরাপত্তারক্ষী। কে তিনি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন নেটদুনিয়ায়।

তিনি আদাসো কাপেসা। মণিপুরের মেয়ে, যিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও অত্যন্ত গোপনীয় নিরাপত্তা বাহিনী SPG—অর্থাৎ স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের প্রথম মহিলা কমান্ডো হিসেবে ইতিহাস গড়েছেন (PM Modi)। এবং তা-ও প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) আন্তর্জাতিক সফরে সঙ্গী হয়ে। তাঁর এই উপস্থিতি ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনা ও প্রশংসার ঝড় তুলেছে।

SPG হল প্রধানমন্ত্রীর (PM Modi) ব্যক্তিগত নিরাপত্তার জন্য নির্ধারিত ভারতের সবচেয়ে ‘এলিট’ বাহিনী। এই বাহিনীর সদস্যরা দেশ-বিদেশে সর্বক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন। তাদের গায়ে থাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে FN P90 মেশিন গান ও কোমরে গ্লক পিস্তল। তাদের প্রশিক্ষণ অত্যন্ত কঠোর, মানসিক ও শারীরিকভাবে সবদিক থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হয়—কারণ এক মুহূর্তের ভুল মানে হতে পারে ভয়ঙ্কর বিপদ।

এই SPG-তে এতদিন পর্যন্ত পুরুষদেরই একচ্ছত্র আধিপত্য ছিল। সেই ছবি বদলে দিলেন মণিপুরের সেনাপতি জেলার কাইবি গ্রামের আদাসো কাপেসা। বর্তমানে তিনি উত্তরাখণ্ডের পিথোরগড়ে SSB অর্থাৎ সশস্ত্র সীমা বলের ৫৫ নম্বর ব্যাটালিয়নের সদস্য। সেখান থেকেই তাঁর দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে নির্বাচিত করা হয় SPG-র মতো চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাহিনীর জন্য।

SPG-তে প্রবেশ সহজ নয়—চলতে হয় দীর্ঘ ও কঠিন ট্রেনিং, যেখানে কেবল শারীরিক নয়, মানসিক দৃঢ়তাও থাকে বড় চ্যালেঞ্জ। কাপেসা সেই কঠোর পরীক্ষায় নিজেকে প্রমাণ করেছেন। তাঁর এই পথচলা শুধু একজন মহিলার লড়াই নয়, এটি উত্তর-পূর্ব ভারতের জন্যও এক গর্বের মুহূর্ত। কারণ বহু বছর ধরে ‘মেইনল্যান্ড’ ভারতের থেকে অবহেলার অভিযোগে মুখর ছিল এই অঞ্চল। এবার সেই অভিযোগকে কার্যত চূর্ণ করলেন এক সাহসী মেয়ে, যিনি আজ প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের নিরাপত্তা বলয়ের অংশ।

ছোটবেলা কেটেছে দারিদ্র্য, সীমিত সুযোগ ও নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। কিন্তু আদাসো কাপেসা হাল ছাড়েননি। আজ তিনি শুধু মণিপুর নয়, গোটা ভারতের গর্ব। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, তাঁর এই যোগদান ভারতের প্রতিটি মেয়ের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। SPG-র মতো গর্বের বাহিনীতে এক মহিলার উপস্থিতি সেই রাস্তাকে আরও প্রশস্ত করে দিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts