Shopping cart

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • “ভারতের সবচেয়ে গরিব মানুষ!” আয় বছরে মাত্র তিন টাকা — সরকারি সার্টিফিকেটে চাঞ্চল্যকর তথ্য
দেশ

“ভারতের সবচেয়ে গরিব মানুষ!” আয় বছরে মাত্র তিন টাকা — সরকারি সার্টিফিকেটে চাঞ্চল্যকর তথ্য

poorest man
Email :3

একটি মাত্র ক্লারিক্যাল ভুল ঘিরে দেশজুড়ে তুমুল চাঞ্চল্য! মধ্যপ্রদেশের সাতনা জেলার কোঠি তহশিলের নায়াগাঁও গ্রামের কৃষক রামস্বরূপের (Poorest Man) নামে জারি হওয়া আয় সার্টিফিকেটে লেখা ছিল, তাঁর বার্ষিক আয় মাত্র ৩ টাকা! অর্থাৎ মাসে ২৫ পয়সা! সরকারি তহশিলদারের সই-স্ট্যাম্প-সহ ওই দলিল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর ইন্টারনেট তাঁকে ইতিমধ্যেই তকমা দিয়ে দিয়েছে — “ভারতের সবচেয়ে গরিব মানুষ”।

৪৫ বছরের ওই কৃষকের নামে সরকারি আয় সার্টিফিকেটটি জারি করেছিলেন স্থানীয় তহশিলদার সৌরভ দ্বিবেদী (Poorest Man)। কিন্তু নথিটি সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়ে যায় তীব্র কটাক্ষ, মিম এবং প্রতিবাদ। অনেকেই প্রশ্ন তুলেছেন, এতবড় ভুল কীভাবে সরকারের নজর এড়াল? সরকার কি সত্যিই জনগণের দারিদ্র্য নিয়ে এতটাই উদাসীন (Poorest Man)?

ঘটনার আঁচ পেয়েই প্রশাসন দ্রুত সক্রিয় হয়। ২৫ জুলাইয়ের মধ্যে সংশোধন করে নতুন সার্টিফিকেট ইস্যু করা হয়, যেখানে রামস্বরূপের বার্ষিক আয় দেখানো হয় ৩০,০০০ টাকা — অর্থাৎ মাসে ২,৫০০ টাকা। তহশিলদার দ্বিবেদী (Poorest Man) জানান, “এটি একটি ক্লারিক্যাল ভুল ছিল, যা ইতিমধ্যেই সংশোধন করে নতুন সার্টিফিকেট দেওয়া হয়েছে।”

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে নিশানা করল মধ্যপ্রদেশ কংগ্রেস। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মোহন যাদবের শাসনে রাজ্যে দারিদ্র্যই এখন একমাত্র উন্নয়ন! সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে লিখেছে,
“মধ্যপ্রদেশে মোহন যাদবের রাজত্বে খোঁজ মিলল ভারতের সবচেয়ে গরিব মানুষের! বার্ষিক আয় মাত্র ৩ টাকা!”

কংগ্রেস আরও কটাক্ষ করে বলেছে, “এটা কি চমকপ্রদ নয়? আসলে এখন চেয়ারে বসা লোকেরাই পুরো কমিশন খেয়ে নিচ্ছে, আর জনগণের কপালে পড়ছে শূন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts