Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • মা অ্যাঞ্জেলিনা জোলিকে কাঁদিয়ে বাড়ি ছাড়লেন মেয়ে শাইলো! কার সঙ্গে থাকছেন জানলে চমকে যাবেন!
বিনোদন

মা অ্যাঞ্জেলিনা জোলিকে কাঁদিয়ে বাড়ি ছাড়লেন মেয়ে শাইলো! কার সঙ্গে থাকছেন জানলে চমকে যাবেন!

ngelina jolie
Email :7

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) এখন নাকি গভীর মানসিক টানাপোড়েনের মধ্যে রয়েছেন। কারণ, তার কন্যা শাইলো জোলি পরিবার ছেড়ে বেরিয়ে গেছেন এবং থাকছেন তার গুঞ্জন-প্রেমিকা নৃত্যশিল্পী কিওনি রোজ-এর সঙ্গে।

RadarOnline-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শাইলো (Angelina Jolie) আপাতত কিওনির বাড়িতেই “অস্থায়ীভাবে” থাকছেন। সূত্র জানিয়েছে, “তারা কয়েক সপ্তাহ ধরে একসাথে রয়েছেন।” এই খবর সামনে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোড়ন।

এক ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, “অ্যাঞ্জেলিনা (Angelina Jolie) কখনোই এই সিদ্ধান্তে শান্ত থাকতে পারেন না। তিনি চান তার ছয় সন্তান সবাই তার চোখের সামনে থাকুক, এক ছাতার নিচে থাকুক।” তবে সূত্র এটাও নিশ্চিত করেছে যে, জোলির সন্তানরা সবসময় উচ্চ পর্যায়ের নিরাপত্তার ঘেরাটোপে থাকে, যেটা অ্যাঞ্জির ন জন্য কিছুটা স্বস্তির।

অস্কারজয়ী এই অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) ও প্রাক্তন স্বামী ব্র্যাড পিট একসঙ্গে ছয় সন্তানের অভিভাবকত্ব ভাগ করে নিচ্ছেন—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো এবং যমজ নক্স ও ভিভিয়েন।

তবে শুধু অ্যাঞ্জেলিনা (Angelina Jolie) নয়, ব্র্যাড পিটও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানা যাচ্ছে। একাধিক সূত্র জানিয়েছে, শাইলো’র যৌন পরিচয় নিয়ে ব্র্যাডের কোনও আপত্তি নেই, তবে তিনি তার চারপাশের পরিবেশ ও প্রভাব নিয়ে চিন্তিত। অনেকে বলছেন, ব্র্যাড কিছুটা অ্যাঞ্জেলিনাকেও দায়ী করছেন এই অবস্থার জন্য।

প্রসঙ্গত, শাইলো ও কিওনির সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় গত বছরের নভেম্বর মাসে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একটি কনডোমিনিয়ামের বাইরে দু’জনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেলে সেই গুঞ্জন আরও তীব্র হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts