Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলার সামনে তৃণমূলই সবচেয়ে বড় বাধা! দেওয়াল পড়লেই আসল উন্নয়ন — বিস্ফোরক মোদী
জেলা

বাংলার সামনে তৃণমূলই সবচেয়ে বড় বাধা! দেওয়াল পড়লেই আসল উন্নয়ন — বিস্ফোরক মোদী

PM Modi durgapur
Email :3

শুক্রবার দুর্গাপুরে নির্বাচনী জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বাংলার শিল্প ও কর্মসংস্থানের অভাব নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “এই তৃণমূল সরকার বাংলার উন্নয়নের সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। যেদিন এই দেওয়াল পড়ে যাবে, সেদিনই বাংলায় প্রকৃত উন্নয়ন শুরু হবে।” একইসঙ্গে তিনি (PM Modi)দাবি করেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে, তবে রাজ্য হবে দেশের সেরা শিল্প রাজ্যগুলির মধ্যে একটি।

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “বাংলার মানুষ পরিবর্তন চায়। একসময় দুর্গাপুর, বর্ধমান, আসানসোল ভারতের অগ্রগতির গতি ছিল। আজ সেই জায়গা থেকে কাজের জন্য পালিয়ে যেতে হচ্ছে যুবসমাজকে। আমরা সেই গৌরব ফিরিয়ে আনতে চাই। বাংলার প্রতিটি ঘরে গ্যাস পৌঁছেছে। বহু বছর স্বাধীনতার পরেও যা স্বপ্ন ছিল, আজ বাস্তব হয়েছে।”

মোদী (PM Modi) তাঁর ভাষণে বাংলার ঐতিহাসিক গৌরবও স্মরণ করেন। তিনি বলেন, “এই মাটি দ্বারকানাথ ঠাকুর, বিধানচন্দ্র রায়ের, শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মভূমি। এটা প্রেরণার ভূমি। এখানকার মানুষ প্রতিভায় ভরপুর। নদী আছে, সমুদ্র আছে, এখানে আমদানি-রফতানির দারুণ সুযোগ রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই মাটি আজ উন্নয়নহীনতার শিকারে পরিণত হয়েছে।”

তিনি দাবি করেন, “বাংলায় নতুন কারখানা তৈরি হবে, সিএনজি গাড়ি চলবে, কর্মসংস্থান হবে যুবসমাজের জন্য। দুর্গাপুর-রঘুনাথপুরের কারখানা বিশ্বের বড় বড় কারখানার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। এই বাংলাই একদিন ভারতের টপ ইন্ডাস্ট্রিয়াল হাব হবে।”

রেল পরিষেবা নিয়েও তিনি বলেন, “বাংলায় রেলের ব্যাপক সম্প্রসারণ হচ্ছে। বন্দে ভারত একাধিক চলছে। দেশের উন্নয়নে এই রেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “শ্রাবণ মাস পুণ্যের মাস। এই মাসে বাংলার মাটিতে এসে উন্নয়নের কাজ শুরু করতে পারা আমার সৌভাগ্য। বিজেপি বাংলার জন্য অনেক স্বপ্ন দেখেছে। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে।”

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts