Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ১৫ কোটি টাকার দেনা! ফেসবুক লাইভে অসহায় আকুতি করে আত্মহত্যা ব্যবসায়ীর — ভাইরাল ভিডিওতে কাঁদছে নেটদুনিয়া
দেশ

১৫ কোটি টাকার দেনা! ফেসবুক লাইভে অসহায় আকুতি করে আত্মহত্যা ব্যবসায়ীর — ভাইরাল ভিডিওতে কাঁদছে নেটদুনিয়া

businessman
Email :21

উত্তরপ্রদেশের লখনউ শহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটল (Viral Video)। ৩৬ বছর বয়সি এক রিয়েল এস্টেট ব্যবসায়ী, শাহবাজ, নিজের অফিসে ফেসবুক লাইভ করে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন। ভিডিওতে তিনি কান্নায় ভেঙে পড়ে জানিয়ে গেলেন, নিজের ডায়াবেটিক মেয়ের ইনসুলিন ইনজেকশন কেনার সামর্থ্যটুকুও নেই তাঁর আর (Viral Video)।

ঘটনাটি ঘটে বুধবার, লখনউয়ের গুদম্বা এলাকায়। পুলিশ জানিয়েছে, শাহবাজ তাঁর অফিসে কর্মরত নিরাপত্তারক্ষীর লাইসেন্সপ্রাপ্ত ১২-বোর বন্দুক ব্যবহার করে আত্মহত্যা করেন (Viral Video)। ফেসবুক লাইভে তিনি দেনায় জর্জরিত নিজের অবস্থা ব্যাখ্যা করেন এবং দেশের শিল্পপতি ও সেলিব্রিটিদের উদ্দেশ্যে বলেন, তাঁর পরিবারের পাশে দাঁড়াতে (Viral Video)।

ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে শাহবাজ বলেন, “আমি আর পারছি না… আমি হেরে গেছি। আমার মেয়ের ইনসুলিন কেনার টাকাও নেই। আমি একজন ব্যর্থ বাবা।”

যেই মুহূর্তে পরিবারের লোকজন লাইভ ভিডিওটি দেখতে পান, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ততক্ষণে সব শেষ (Viral Video)।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহবাজ প্রায় ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। প্রাথমিক তদন্তে এটাও জানা গেছে, একাধিক জায়গা থেকে তিনি ঋণ নিয়েছিলেন এবং দিনের পর দিন সেই চাপ সহ্য করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নেন।

গুদম্বা থানার ইনস্পেক্টর প্রভাতেশ শ্রীবাস্তব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ফরেনসিক টিমও উপস্থিত হয়ে প্রমাণ সংগ্রহ করে।

পুলিশ বর্তমানে শাহবাজের আর্থিক নথিপত্র খতিয়ে দেখছে। বিশেষ করে যে সমস্ত ঋণের কথা তিনি ভিডিওতে উল্লেখ করেছিলেন, সেগুলির তদন্ত চালানো হচ্ছে।

মাত্র এক মাস আগেও এমনই এক ঘটনা ঘটে লখনউয়ের টালকাটোরা এলাকায়। সেখানে এক কাপড় ব্যবসায়ী, তাঁর স্ত্রী এবং কন্যা আত্মঘাতী হন বিষ খেয়ে। সেই ঘটনায়ও ঋণের দায় ছিল মূল কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts