Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ স্টেশনে পৌঁছলেন শুভাংশু শুক্লা! এই জয় কোনও কম নয় চাঁদের ছোঁয়া থেকেও!
দেশ

প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ স্টেশনে পৌঁছলেন শুভাংশু শুক্লা! এই জয় কোনও কম নয় চাঁদের ছোঁয়া থেকেও!

shubanshu shukla
Email :14

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) ইতিহাস গড়লেন, তিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছালেন। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে এই ঐতিহাসিক মুহূর্ত ঘটে, যখন অ্যাক্সিওম মিশন-৪ (Ax-4) সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করে (Shubhanshu Shukla)।

স্পেসএক্স তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) এক পোস্টে ডকিং সফল হয়েছে বলে জানিয়েছে (Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এক পোস্টে জানানো হয়েছে, “@SpaceX ড্রাগন যানটি আজ সকাল ৬:৩১ মিনিটে ISS-এ পৌঁছেছে।”

এই মিশনে মোট চারজন বেসরকারি মহাকাশচারী ছিলেন। শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) এই মিশনে পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে রয়েছেন তিনজন আন্তর্জাতিক সহযাত্রী।

মিশনের কমান্ডার হিসেবে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন, যিনি প্রাক্তন NASA মহাকাশচারী এবং বর্তমানে Axiom Space-এর হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের পরিচালক। বাকি দুইজন মিশন স্পেশালিস্ট হলেন পোল্যান্ডের ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) মহাকাশচারী স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবর কাপু।

shubranshu
শুভাংশু শুক্লা

বুধবার, ফ্লোরিডার NASA-র কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯A থেকে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন যান ব্যবহার করে মহাকাশে উড়ে যান তাঁরা।

NASA জানিয়েছে, অ্যাক্সিওম স্পেস টিম প্রায় ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। এই সময়ে তাঁরা বৈজ্ঞানিক গবেষণা, বিভিন্ন সাক্ষাৎকার এবং জনসচেতনতা মূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। এটি অ্যাক্সিওম স্পেস-এর চতুর্থ বেসরকারি মিশন ISS-এ।

ভারতের জন্য এটি এক গর্বের মুহূর্ত। শুভাংশু শুক্লার এই অর্জন শুধু ভারতের মহাকাশ অভিযানে নয়, বিশ্ব ইতিহাসেও এক নতুন অধ্যায় লিখল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts