Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “প্রাকৃতিক চাষে ক্যানসারও দূর হয়!” — অবসরের পর নিজের খামারে চাষ করবেন অমিত শাহ!
দেশ

“প্রাকৃতিক চাষে ক্যানসারও দূর হয়!” — অবসরের পর নিজের খামারে চাষ করবেন অমিত শাহ!

amit shah
Email :13

রাজনীতি নয়, জীবনের শেষ পর্বটা একেবারে অন্য পথে কাটাতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে যিনি পরিচিত, এবার তিনি নিজেই জানালেন তাঁর ‘অবসরের পরে’ জীবনযাত্রার স্বপ্নের কথা (Amit Shah)।

একটি অনুষ্ঠানে অমিত শাহ (Amit Shah) স্পষ্ট বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, যেদিন রাজনীতি থেকে অবসর নেব, সেদিন থেকে বাকি জীবনটা ভেদ, উপনিষদ এবং প্রাকৃতিক কৃষিকে (নেচারাল ফার্মিং) উৎসর্গ করব।”

‘সহকার সংবাদ’ নামক এই বিশেষ অনুষ্ঠানে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্য থেকে আসা মহিলাদের সঙ্গে কথোপকথনের সময় এই অনুভব ভাগ করে নেন তিনি।

অমিত শাহ (Amit Shah) আগেও বহুবার জানিয়েছেন, পড়াশোনার প্রতি তাঁর অগাধ ভালোবাসা। তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে প্রায় ৮,০০০টি বই। তবে এত বই থাকলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে পড়ার সময় পান না বলেই আক্ষেপ তাঁর। নেটওয়ার্ক১৮-এর একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেছিলেন, “আমার কাছে ৮ হাজার বই আছে, কিন্তু পড়া হয়ে ওঠেনি। আমি শাস্ত্রীয় সঙ্গীতেও খুব আগ্রহী। অবসরের পর বই পড়ব আর শাস্ত্রীয় সঙ্গীত শুনব।”

আহমেদাবাদের সেই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) আরও বলেন, প্রাকৃতিক কৃষি কোনও কুসংস্কার নয়, এটি একটি ‘বিজ্ঞানসম্মত কৌশল’, যার ফল বহু গুণ বেশি।

তাঁর কথায়, “রাসায়নিক সার দিয়ে উৎপন্ন গম খেলে শরীরে নানা রোগ বাসা বাঁধে—উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড, এমনকি ক্যানসারের মতো প্রাণঘাতী রোগও হয়। কিন্তু প্রাকৃতিক কৃষি শরীরকে রোগমুক্ত করে এবং ওষুধের ওপর নির্ভরতা কমায়।”

শুধু স্বাস্থ্য নয়, উৎপাদন ক্ষমতার দিক থেকেও এটি দারুণ কার্যকরী বলে জানান শাহ। তিনি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলেন, তাঁর নিজস্ব খামারে প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করে ১.৫ গুণ বেশি ফসল পাওয়া গিয়েছে।

এই বক্তব্যে অমিত শাহ রাজনীতি ছাড়ার পরের জীবনের যে ছবি আঁকলেন, তা অনেককেই ভাবাচ্ছে—যে মানুষ সারাজীবন কূটনীতি আর প্রশাসনের কেন্দ্রে থেকেছেন, তিনিই এবার বেছে নিতে চলেছেন আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক কৃষির সরল জীবন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts