Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ‘প্রথমে ভাবিনি এটা বাচ্চার দেহ’, প্রত্যক্ষদর্শীর গলা কাঁপানো বর্ণনা, তোলপাড় বেহালা!
রাজ্য

‘প্রথমে ভাবিনি এটা বাচ্চার দেহ’, প্রত্যক্ষদর্শীর গলা কাঁপানো বর্ণনা, তোলপাড় বেহালা!

new born baby
Email :44

ভোরবেলা বেহালার পর্ণশ্রী থানা এলাকায় হঠাৎই চাঞ্চল্য ছড়াল একটি ভয়ংকর আবিষ্কারে (newborn baby)। বাহাদুর পুকুরের ধারে পড়ে থাকতে দেখা গেল এক সদ্যজাত শিশুর দেহ। ঘটনাটি চোখে পড়ার সঙ্গে সঙ্গেই এলাকায় ছড়িয়ে পড়ে গুজব ও আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা প্রথমে শিশুটিকে দেখে চমকে যান। তাঁদেরই একজন জানান, সকাল ছ’টা নাগাদ তিনি পথ চলতে চলতে কিছু একটা পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে বুঝতে পারেন, সেটি একটি সদ্যোজাত শিশুর দেহ।

খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে (newborn baby)। এরপরই খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে এবং তা পাঠানো হয় বিদ্যাসাগর হাসপাতালে। তবে শিশুটির মৃত্যুর কারণ কিংবা কীভাবে বা কেন তাকে সেখানে ফেলে রাখা হল, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা মেলেনি।

behala
বেহালায় চাঞ্চল্য

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে ঘিরে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে বোঝা যায় কে বা কারা শিশুটিকে ওই স্থানে ফেলে রেখে গিয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে, কোনও নার্সিংহোম বা অবৈধ গর্ভপাতের ক্লিনিক এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা (newborn baby)।

এলাকাবাসীরাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁদের মতে, এরকম নির্মম ও মর্মান্তিক ঘটনা আগে কখনও এলাকায় ঘটেনি। পুলিশ ইতিমধ্যেই এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তদন্ত জোরকদমে চালাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts