Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “এবার শুধু কথা নয়, কাশ্মীর ফেরত নিয়েই হবে আলোচনা!” জাকার্তা থেকে পাকিস্তানকে চ্যালেঞ্জ অভিষেকের
বিদেশ

“এবার শুধু কথা নয়, কাশ্মীর ফেরত নিয়েই হবে আলোচনা!” জাকার্তা থেকে পাকিস্তানকে চ্যালেঞ্জ অভিষেকের

abhishek banerjee
Email :18

জাকার্তার মাটিতে দাঁড়িয়ে ফের একবার পাকিস্তানের সন্ত্রাসবাদী মুখোশ খুলে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের ভূমিতে সন্ত্রাসের চাষ, কাশ্মীর ইস্যু এবং ভারতের জাতীয় স্বার্থ নিয়ে সাফ বার্তা দেন তিনি (Abhishek Banerjee)।

অভিষেক (Abhishek Banerjee) বলেন, “এবার পাকিস্তানের সঙ্গে যদি কোনও আলোচনা হয়, তাহলে সেটা হবে পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়েই।” তাঁর কথায়, পাকিস্তান দিনের পর দিন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে এসেছে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ভারতের লড়াই এখন সর্বজনবিদিত।

বক্তব্যের শেষে অভিষেক (Abhishek Banerjee) প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখেন। তিনি বলেন, “যদি ভারতে বেড়াতে আসার পরিকল্পনা করেন, তাহলে ৭ দিনের সফর নয়, ১০ দিনের পরিকল্পনা করুন। অতিরিক্ত ৩ দিন কাশ্মীরে কাটান। তাতে কাশ্মীরের পর্যটন ও স্থানীয় অর্থনীতি উপকৃত হবে।”

ভারতের জাতীয় ঐক্যের বার্তাও দেন অভিষেক। তিনি বলেন, “আমার রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের মতভেদ থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমার দলীয় মত নয়। আমি দেশের স্বার্থেই কাজ করে যাব।”

তিনি আরও জানান, প্রতিনিধিদল হিসেবে বিশ্বের বহু দেশে সফর করেছেন। সবার অভিমত একটাই – সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান একদম ঠিক। অভিষেকের সোজাসাপটা বার্তা, “পাকিস্তানের আসল মুখ বিশ্বদরবারে তুলে ধরতে হবে। দেশকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts