Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এয়ার ডিফেন্স গান বসানোর অনুমতি দেননি! সেনা অফিসার বনাম শিখ ধর্মীয় কর্তৃপক্ষ, স্বর্ণমন্দির বিতর্কে তোলপাড় পাঞ্জাব
দেশ

এয়ার ডিফেন্স গান বসানোর অনুমতি দেননি! সেনা অফিসার বনাম শিখ ধর্মীয় কর্তৃপক্ষ, স্বর্ণমন্দির বিতর্কে তোলপাড় পাঞ্জাব

Email :24

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান থেকে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple) ভারতীয় সেনা এয়ার ডিফেন্স গান বসিয়েছে— এমন দাবি ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। যদিও মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে (Golden Temple) ।

সেনার বক্তব্য, “কিছু মিডিয়া রিপোর্টে স্বর্ণমন্দিরে (Golden Temple) এয়ার ডিফেন্স গান বসানোর কথা বলা হচ্ছে। স্পষ্ট করে জানানো হচ্ছে, শ্রী দরবার সাহিব অমৃতসর (স্বর্ণমন্দির) চত্বরে কোনও এডি গান বা অন্য কোনও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়নি।”

কি বলেছিলেন সেনা অফিসার?
এই বিতর্কের সূত্রপাত হয় লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহার একটি মন্তব্যকে কেন্দ্র করে। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থি আমাদের গান বসাতে অনুমতি দিয়েছিলেন। বহু বছরের মধ্যে প্রথমবার তারা মন্দিরের আলো নিভিয়ে আমাদের সাহায্য করেছেন যেন ড্রোন দেখা যায়।”

তিনি আরও বলেন, “আমরা আগেই আন্দাজ করেছিলাম পাকিস্তান ধর্মস্থানকে নিশানা করতে পারে। ওদের উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করা, তাই নাগরিক এলাকা ও ধর্মীয় স্থানে হামলার আশঙ্কা ছিল।”

তীব্র প্রতিবাদ জানাল শিখ ধর্মীয় কর্তৃপক্ষ
এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (SGPC) এবং স্বর্ণমন্দিরের গ্রন্থিরা জানিয়েছেন, কোনও রকম গান বসানোর অনুমতি দেওয়া হয়নি।

SGPC সভাপতি হরজিন্দর সিং ধামি বলেন, “আমরা শুধু প্রশাসনের অনুরোধে ব্ল্যাকআউটের সময় আলো বন্ধ করতে সম্মত হয়েছিলাম। কিন্তু গান বসানোর অনুমতি দেওয়ার প্রশ্নই নেই।”

হরমন্দির সাহিবের প্রধান গ্রন্থি জ্ঞানী রঘবীর সিং বলেন, “আমি সেই সময় বিদেশে ছিলাম, আমাকে এমন কোনও বিষয়ে কিছু জানানো হয়নি।”

স্বর্ণমন্দিরের সহকারী প্রধান পুরোহিত জ্ঞানী অমরজিৎ সিং-ও জানান, “সেনাকে গান বসাতে দেওয়া হয়নি, এমন কিছু ঘটেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts