ইরানে ইজরায়েলের সামরিক হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। এই আবহে তেহরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করল ভারতে অবস্থিত ইরানি দূতাবাস (Iran Embassy)।
ভারতীয় দূতাবাস এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে জানিয়েছে, তেহরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের উচিত বাড়তি সতর্কতা অবলম্বন করা, অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলা (Iran Embassy) এবং স্থানীয় প্রশাসনের দেওয়া নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা।

এছাড়া, যেকোনও জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দু’টি জরুরি নম্বরও প্রকাশ করেছে দূতাবাস:
📞 +98 9128109115
📞 +98 9128109109
একই সঙ্গে দূতাবাস তাদের সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের অনুরোধ করেছে যেন তারা দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখেন এবং প্রয়োজনীয় আপডেট মেনে চলেন (Iran Embassy)।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ইজরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রকল্প, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক কমপ্লেক্স।
এই হামলার পাল্টা জবাব হিসেবে ইরানও ইজরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় দূতাবাস এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে।