Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Pahalgam Attack: সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, ফাওয়াদ-আতিফ-রাহাতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক
বিনোদন

Pahalgam Attack: সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, ফাওয়াদ-আতিফ-রাহাতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক

Email :7

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় (Pahalgam attack) ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ফের উত্তপ্ত। তারই প্রেক্ষিতে শুক্রবার ভারতে (Pahalgam attack) ব্লক করা হয়েছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, গায়ক আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলি খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই সিদ্ধান্ত নেওয়া হয় হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের অ্যাকাউন্ট ব্লক হওয়ার একদিন পরেই (Pahalgam attack)।

বর্তমানে এই শিল্পীদের প্রোফাইলে ভারতীয় ব্যবহারকারীরা ঢুকতে গেলে দেখা যাচ্ছে—“এই অ্যাকাউন্ট ভারতে উপলব্ধ নয়। কন্টেন্ট সীমিত করার জন্য আমরা একটি আইনি অনুরোধ মেনে চলেছি।” অর্থাৎ, দেশীয় আইনি অনুরোধের ভিত্তিতেই অ্যাকশন নিয়েছে ইনস্টাগ্রাম।

শুধু ব্লক নয়, পাকিস্তানের বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছেন সানাম সাঈদ, ইকরা আজিজ, বিলাল আব্বাস, ইমরান আব্বাস ও সজল আলির মতো পরিচিত নামও।

এই ঘটনার মাত্র তিনদিন আগে ভারত সরকার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল। এআরওয়াই নিউজ, ডন নিউজ, জিও নিউজ, সামা টিভির মতো প্রধান সংবাদমাধ্যমগুলিও সেই তালিকায় রয়েছে। কেন্দ্রের অভিযোগ, এই চ্যানেলগুলি ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির মতো কনটেন্ট এবং ভুয়ো তথ্য প্রচার করছিল।

এই আবহে মুক্তির আগেই বন্ধ হয়ে গেল ফাওয়াদ খানের ছবি আবির গুলাল-এর ভারতে রিলিজ। বাণী কাপুর অভিনীত ছবিটি ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, পিটিআই সূত্রে খবর, বর্তমানে ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি আর মুক্তি পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts