Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশ
  • Pahalgam Attack: পার্সেল বোমা পাঠাতে পারে পাকিস্তান! পাকিস্তানের সঙ্গে পার্সেল আদান-প্রদান বন্ধ হয়ে গেল
দেশ

Pahalgam Attack: পার্সেল বোমা পাঠাতে পারে পাকিস্তান! পাকিস্তানের সঙ্গে পার্সেল আদান-প্রদান বন্ধ হয়ে গেল

Email :9

শনিবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের পক্ষ থেকে একটি সরকারি (Pahalgam Attack) বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সঙ্গে জলপথ, স্থলপথ এবং আকাশপথ (Pahalgam Attack)—তিনটি রুটেই সমস্ত ধরনের ডাক ও পার্সেল আদানপ্রদান আপাতত বন্ধ রাখা হবে। এই ঘোষণার পর কার্যত দ্বিপাক্ষিক সম্পর্কের বাকি থাকা শেষ দিকটিও আপাতত বন্ধ করে দিল ভারত (Pahalgam Attack)।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। শুক্রবার রাতে পাকিস্তান থেকে সমস্ত ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করার পর এবার আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র। দিল্লির সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান থেকে ভারতে আর কোনও চিঠি, পার্সেল বা ডাক আসবে না। স্থগিত করা হয়েছে দুই দেশের মধ্যে ডাক পরিষেবা।

রক্ষা বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের নেপথ্যে শুধু রাজনৈতিক বার্তাই নয়, রয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগও। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মহলে পার্সেল বোমা—চিঠি বা পার্সেলের মধ্যে বিস্ফোরক লুকিয়ে পাঠিয়ে হামলার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিও একই ধরনের ষড়যন্ত্রে জড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সম্ভাবনা মাথায় রেখেই ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ডাক যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যমও বন্ধ হয়ে গেল, যা পরিস্থিতির গুরুত্ব এবং সরকারের কঠোর অবস্থানকেই স্পষ্ট করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts