Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Indus Water Treaty: সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়ার পর হাহাকার পাকিস্তান জুড়ে! এবার প্রকাশ্যে হুমকি পাক মন্ত্রীর
বিদেশ

Indus Water Treaty: সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়ার পর হাহাকার পাকিস্তান জুড়ে! এবার প্রকাশ্যে হুমকি পাক মন্ত্রীর

Email :4

পহেলগাঁও জঙ্গি হামলার পর উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক (Indus water treaty)। এই প্রেক্ষিতেই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত (Indus water treaty)। তার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানে (Indus water treaty)। এবার সরাসরি যুদ্ধংদেহী হুঁশিয়ারি দিলেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ (Indus water treaty)।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সিন্ধু জলচুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য জল আটকে রাখলে, যেকোনও কাঠামো যা তা বাস্তবায়ন করছে, তা আমরা ধ্বংস করে দেব। এটি সরাসরি আগ্রাসন বলে বিবেচিত হবে।”

উল্লেখ্য, সিন্ধু নদীর জল পাকিস্তানের কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ৮০ শতাংশের বেশি কৃষিজমি এই জলের উপর নির্ভরশীল। ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তানে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। বিজেপির মুখপাত্র শাহনাওয়াজ হুসেন বলেন, “খোয়াজা আসিফের এই বক্তব্য শুধুই ভয় এবং অস্থিরতার প্রতিফলন। তিনি যেন প্রতিরক্ষামন্ত্রী নন, বরং ‘বয়ান মন্ত্রী’। পাকিস্তানের হাতে এখন কোনও উপায় নেই বলেই এমন ফাঁকা হুমকি দিচ্ছেন।”

এর আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলও স্পষ্টভাবে জানান, “সিন্ধুর এক বিন্দু জলও পাকিস্তানে যেতে দেওয়া হবে না। ভারতীয়দের অধিকার রক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উত্তর-পশ্চিম ভারতে নদীজল সংক্রান্ত নিরাপত্তা ও কূটনৈতিক টানাপড়েন এবার ফের একবার সামনে এনে দিল সিন্ধু জলচুক্তি। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts