Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • অফবিট
  • Penguins: আর এক সঙ্গীতে সন্তুষ্ট হতে পারছে না পেঙ্গুইন!  মাতছে পরকীয়ার
অফবিট

Penguins: আর এক সঙ্গীতে সন্তুষ্ট হতে পারছে না পেঙ্গুইন!  মাতছে পরকীয়ার

Email :11

একসময় একগামী সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত পেঙ্গুইনদের (Penguins ) প্রেমেও এখন বদল আসছে! গবেষকদের মতে, আগের মতো আজীবন এক সঙ্গীর সঙ্গে কাটানোর প্রবণতা কমে যাচ্ছে এই সামুদ্রিক পাখিদের (Penguins ) মধ্যে। বরং, তারা এখন সঙ্গী বদলাচ্ছে (Penguins ), যা অনেকটা “পরকীয়া” সম্পর্কের মতো জটিল পরিস্থিতি তৈরি করছে।

পেঙ্গুইনদের সম্পর্কে দীর্ঘদিনের ধারণা ছিল, তারা একবার জুটি বাঁধলে সারাজীবন একসঙ্গেই থাকে। তবে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, পেঙ্গুইনদের মধ্যে এখন “ডিভোর্সের” প্রবণতা দেখা যাচ্ছে। পুরুষ ও স্ত্রী উভয় পেঙ্গুইনই নতুন সঙ্গীর খোঁজে বেরোচ্ছে, যা আগে কখনও তেমনভাবে দেখা যায়নি।

গবেষক ডের রটলারের মতে, পেঙ্গুইনরা এখন সঙ্গী বদল করলেও তাতে স্থায়ী সুখ মিলছে না। বরং, নতুন সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে গিয়ে ঝগড়াঝাঁটি বাড়ছে। স্বভাবগত কারণে যারা এতদিন একজন সঙ্গীর প্রতি অনুগত ছিল, তারা নতুন সম্পর্কে গিয়েও মানসিক অস্থিরতায় ভুগছে।

এই গবেষণা শুধু প্রাণীজগতের দৃষ্টিভঙ্গি নয়, বরং সম্পর্কের পরিবর্তনশীল প্রকৃতি বুঝতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিজ্ঞানীরা এখন এই প্রবণতার কারণ ও ভবিষ্যৎ প্রভাব বিশ্লেষণ করছেন। তবে স্পষ্টতই, পেঙ্গুইনদের প্রেমেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে!

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts