Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • কেরলে ক্রীড়া হস্টেলে ভয়াবহ ঘটনা, ঝুলন্ত অবস্থায় মিলল দুই কিশোরী
দেশ

কেরলে ক্রীড়া হস্টেলে ভয়াবহ ঘটনা, ঝুলন্ত অবস্থায় মিলল দুই কিশোরী

dead body w
Email :3

কেরলের কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হস্টেলে বৃহস্পতিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। হস্টেলের একটি ঘর থেকে দুই নাবালিকা প্রশিক্ষণার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম সান্দ্রা (১৭) ও বৈষ্ণবী (১৫)। সান্দ্রার বাড়ি কোঝিকোড়ে এবং বৈষ্ণবীর বাড়ি তিরুবনন্তপুরমে (Mysterious Death)।

হস্টেল সূত্রে জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ দুই কিশোরী প্রশিক্ষণে না আসায় সন্দেহ হয় কর্তৃপক্ষের (Mysterious Death)। বারবার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঢোকেন তাঁরা। তখনই দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে দুই কিশোরীর দেহ।

পুলিশ জানিয়েছে, আগের রাতে অন্য প্রশিক্ষণার্থীরা দু’জনকে একসঙ্গেই দেখেছিল (Mysterious Death)। বৈষ্ণবী সাধারণত অন্য একটি ঘরে থাকলেও বুধবার রাতে সে সান্দ্রার ঘরেই ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

সান্দ্রা দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ নিচ্ছিল। অন্যদিকে, দশম শ্রেণির ছাত্রী বৈষ্ণবী কাবাডি খেলোয়াড় ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া শেষ হলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এই ঘটনায় ক্রীড়া মহল ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts