Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে মতুয়াদের মন জয় করতে ‘দিদির’ মাঠে নামা—মঙ্গলবারেই মেগা শোডাউন
জেলা

ভোটের আগে মতুয়াদের মন জয় করতে ‘দিদির’ মাঠে নামা—মঙ্গলবারেই মেগা শোডাউন

mamata banerjee and abhishek banerjee
Email :6

এসআইআরের বিরোধিতায় রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা ফের চড়ল। ভোটার তালিকা সংশোধনের এই বিতর্কিত প্রক্রিয়ার বিরুদ্ধে আবারও রাস্তায় নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড় থেকে চাঁদপাড়া হয়ে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিল শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে একটি বড় সভায় ভাষণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মতুয়া ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে এমন মিছিলকে ঘিরে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে (Mamata Banerjee)।

রাজ্যে এখন চলছে এসআইআর—ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Mamata Banerjee)। কমিশন দাবি করছে, সবটাই নিয়ম মেনে, স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে মতুয়া সমাজের মধ্যে ভয় বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, এই এসআইআর-এর ফলে তাঁদের বৈধ ভোটার নামই বাদ পড়তে পারে (Mamata Banerjee)। সেই আতঙ্কে মতুয়াদের একাংশ মিছিল, বিক্ষোভ, অনশন সবই করেছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ১৩ দিন পর সেই অনশন উঠিয়ে নেওয়া হয়।

এই পরিস্থিতির মধ্যেই মতুয়াদের পাশে থাকার বার্তা দিতেই এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাঠে নামছেন। মঙ্গলবারের মিছিল তাঁর জন্য রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল চাইছে মতুয়া সমাজকে ফের শক্ত ভাবে পাশে আনতে।

এর আগে কলকাতায় এসআইআরের বিরুদ্ধে বড় মিছিল করেছিলেন মমতা ও অভিষেক দু’জনেই। এবার লড়াই আরও সরাসরি, আরও মাঠে নেমে। কারণ রাজ্যের দাবি—এসআইআরের নামে বিজেপি গোপনে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের অভিযোগ, এটিই বিজেপির রাজনৈতিক ছক।

রাজ্যজুড়ে আতঙ্ক ঘোচাতে এবং মানুষকে সচেতন করতে ৪ নভেম্বর থেকে তৃণমূল চালু করেছে হেল্পডেস্ক। সব মিলিয়ে, এসআইআরের এই ঝড়ের মাঝে মতুয়াগড়ের মঙ্গল বারটাই এখন রাজ্যের রাজনীতির নতুন ফোকাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts