Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পরকীয়া নিয়ে সন্দেহ! স্বামীর ওপর গরম জল ও অ্যাসিড ঢেলে দিল স্ত্রী
দেশ

পরকীয়া নিয়ে সন্দেহ! স্বামীর ওপর গরম জল ও অ্যাসিড ঢেলে দিল স্ত্রী

diwali attack
Email :3

আহমেদাবাদে কালীপূজোর সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা (Diwali Attack)। স্যাটেলাইট এলাকার ৩৩ বছরের রনকের ওপর তার স্ত্রী প্রথমে ফুটন্ত জল ঢেলে দেয় এবং পরে অ্যাসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে। রনক পুলিশকে জানিয়েছেন, বিগত এক বছরে তাদের মধ্যে নিয়মিত তর্কবিতর্ক চলত। কালীপূজোর সকালে তর্ক আরও তীব্র হয়ে ওঠে। রনক চুপ থাকার চেষ্টা করলেও, স্ত্রী রেগে গিয়ে এই ভয়ঙ্কর হামলা চালায়। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে। রনক বর্তমানে গুরুতর আহত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছে। রনক ও তার স্ত্রীর বিয়ে দুই বছর আগে হয়েছিল। সূত্র জানায়, স্ত্রী প্রায়ই রনককে অবিশ্বাসের অভিযোগে সন্দেহ করতেন, যা ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়ার কারণ হতো। পূর্বে তারা ভেজালপুরে বসবাস করতেন, যেখানে পুলিশ মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সমস্যা সমাধান হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts