Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সারা শরীর ভেসে যাচ্ছে রক্তে, কালীপুজোর সকালেই চার বছরের শিশুর দেহ উদ্ধার! গ্রেফতার দাদু
জেলা

সারা শরীর ভেসে যাচ্ছে রক্তে, কালীপুজোর সকালেই চার বছরের শিশুর দেহ উদ্ধার! গ্রেফতার দাদু

child death
Email :4

কালীপুজোর সকালে নেমে এল অন্ধকার। সোনারপুরের কোদালিয়ার কদমতলা এলাকায় রবিবার সকালে চার বছরের এক শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল (Sonarpur Child Murder)। মৃত শিশুর নাম প্রত্যুষা কর্মকার। বাড়ির মধ্যেই রক্তে ভেসে পড়ে ছিল ছোট্ট মেয়েটি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে রবিবার সকালে। হঠাৎ বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। ঘরে ঢুকেই দেখেন, মেঝেতে রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে ছোট্ট প্রত্যুষা ( Sonarpur Child Murder)। শরীরে একাধিক ক্ষতচিহ্ন। চোখে মুখে আতঙ্কের ছাপ। স্থানীয়রা জানান, দিদিমার চিৎকার শুনেই তাঁরা দৌড়ে আসেন। এক প্রতিবেশীর কথায়, “ঘরে ঢুকেই দেখি রক্তে ভেজা শিশুটি পড়ে আছে। শরীরে ধারালো কিছু দিয়ে খোঁচানো দাগ।”

জানা গিয়েছে, প্রত্যুষার মা কলকাতার একটি নামী বৈদ্যুতিক সংস্থায় কাজ করেন এবং বাবা একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। রবিবারও দু’জনেই কাজে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন দাদু প্রণব ভট্টাচার্য, দিদা ও শিশুটির পরিচর্যার দায়িত্বে থাকা এক মহিলা পরিচারিকা। তাঁদের সামনেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল কীভাবে— তা নিয়েই তৈরি হয়েছে রহস্য (Sonarpur Child Murder)।

পুলিশ জানিয়েছে, শিশুর দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে খুনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ঘটনার পর দাদু, দিদা ও পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয় দাদু প্রণব ভট্টাচার্যকে।

আজ, সোমবার ময়নাতদন্তের রিপোর্টেই শিশুমৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই কোদালিয়ার ওই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মাত্র চার বছরের নিরীহ মেয়েটির এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা সোনারপুর। প্রতিবেশীরা বলছেন, “যে মেয়ে সারাদিন হাসত, খেলত, সেই মেয়েটার এভাবে মরতে হল!”

তদন্তকারীদের মতে, ঘটনাটি ঘরের ভিতরেই ঘটেছে, বাইরে থেকে ঢোকার কোনও চিহ্ন মেলেনি। ফলে খুনের নেপথ্যে ঘরের লোকই— এই আশঙ্কা জোরদার হচ্ছে। এখন প্রশ্ন একটাই — কেন, কী কারণে নিজের নাতনিকে খুন করল এক দাদু? (Sonarpur Child Murder)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts