Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • কৃষক থেকে মেট্রো— সবার মুখে হাসি, চিন ফের রফতানি শুরু করল
দেশ

কৃষক থেকে মেট্রো— সবার মুখে হাসি, চিন ফের রফতানি শুরু করল

china foreign minister
Email :5

ভারতে এসে সুখবর শোনালেন চিনের বিদেশমন্ত্রী (China Foreign Minister) ওয়াং ই। দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে ভারতের জন্য আবার রফতানির দরজা খুলল বেজিং। এর ফলে দেশের কৃষক থেকে শুরু করে পরিকাঠামো খাতে স্বস্তি ফিরতে চলেছে।

সোমবার দু’দিনের সফরে নয়াদিল্লিতে এসে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন ওয়াং ই (China Foreign Minister)। বৈঠকেই তিনি জানান, ভারতের আবেদনের ভিত্তিতে চিন ফের তিনটি গুরুত্বপূর্ণ সামগ্রী রফতানি শুরু করেছে। এগুলি হল— সার, খনিজ পদার্থ এবং সুড়ঙ্গ খোঁড়ার বোরিং মেশিন। খুব শীঘ্রই ভারতের বাকি আবেদনের বিষয়গুলিও চিন বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি (China Foreign Minister)।

চলতি বছরেই চিন লাইসেন্সের কড়াকড়ি চাপায়, যার ফলে এ সব সামগ্রীর আমদানি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় সমস্যায় পড়েন কৃষকরা। কারণ, রবি মৌসুমের জন্য দরকারি সার ডি-অ্যামোনিয়াম ফসফেট (DAP) আর আসছিল না। শুধু কৃষি নয়, মেট্রোর মতো বড় নির্মাণকাজও থমকে যায়, কারণ সুড়ঙ্গ খোঁড়ার জন্য বোরিং মেশিন মূলত চিনেই তৈরি হয়।

তবে এবার সেই অচলাবস্থার অবসান হতে চলেছে। চিন ফের রফতানি শুরু করায় কৃষি ও নির্মাণ— দুই ক্ষেত্রেই স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts