Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • পর্যটক ভর্তি সাফারি গাড়িতে লেপার্ডের ঝাঁপ! কিশোরের হাতে বসাল থাবা
দেশ

পর্যটক ভর্তি সাফারি গাড়িতে লেপার্ডের ঝাঁপ! কিশোরের হাতে বসাল থাবা

leopard
Email :3

বেঙ্গালুরুর বনরঘাট্টা ন্যাশনাল পার্ক থেকে এক চমকপ্রদ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, হঠাৎ এক লেপার্ড (Leopard) সাফারি গাড়ির ওপর লাফিয়ে উঠে ১২ বছরের এক শিশুর হাতে নখ বসিয়ে দিয়েছে।

প্রথমে লেপার্ডটি (Leopard)রাস্তার ধারে নিশ্চুপ হয়ে বসেছিল। পর্যটকরা তা দেখতে থামতেই বাসটিও সেখানে দাঁড়ায়। কিন্তু কিছুক্ষণ পর বাস এগোতেই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে লেপার্ড (Leopard)। মুহূর্তের মধ্যে গাড়িতে উঠে শিশুটির হাত আঁচড়ে দেয়। এই ঘটনায় ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, অন্য একটি সাফারি গাড়ি থেকে ঘটনাটি রেকর্ড করছিলেন দর্শনার্থীরা। তাঁদের কণ্ঠে শোনা যাচ্ছিল, তাঁরা অন্য শিশু ও যাত্রীদের শান্ত থাকতে বলছেন, যাতে লেপার্ডটি আরও হিংস্র না হয়। গাড়িচালকও দ্রুত গতি বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যান।

তবে এটাই প্রথম ঘটনা নয়। গত বছরও একই পার্কে এক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে এক চিতা সাফারি বাসে উঠে পড়ার চেষ্টা করে। কখনও জানালা দিয়ে ভেতরে তাকায়, কখনও ছাদে উঠতে চায়। শেষমেশ চালকের উপস্থিত বুদ্ধিতে বাস সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর প্রাণীটি ফিরে যায় বনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts