‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জেরে জাতীয় পুরস্কারে জোড়া সম্মান পেয়েছেন আদা শর্মা (Bollywood)। পুরস্কারের মঞ্চে নাম উঠতেই আবারও লাইমলাইটে উঠে এল বলিউডের এক বিতর্কিত ও ভাইরাল ঘটনা— যা বহুদিন আগেই শোনা গিয়েছিল, এবার ফের শিরোনামে (Bollywood)।
ঘটনাটি ২০২৩ সালের, যখন ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড় চলছিল। বিতর্কের ঝড়, রাজনৈতিক তরজা, এমনকি আদা শর্মা নিজেও প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন— সব মিলিয়ে এক অস্থির সময় (Bollywood)। আর ঠিক সেই সময়েই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ঘটে যায় এক হাস্যকর, কিন্তু রীতিমতো বিব্রতকর কাণ্ড (Bollywood)।
সূত্র অনুযায়ী, বিজ্ঞাপনের দৃশ্য ছিল— আদা শর্মা লাল শাড়ি পরে অক্ষয় কুমারের কোলে বসে গান গাইছেন। হঠাৎই কোলে বসে থাকা অবস্থায় আদার পেটে হজমের সমস্যা দেখা দেয়, আর অনিচ্ছাকৃতভাবে বাতকর্ম (গ্যাস) করে ফেলেন তিনি! ঘটনাটি অক্ষয় বুঝে যান, এবং সঙ্গে সঙ্গেই আদাকে কোলে থেকে নামিয়ে দেন ।
পরে আদা নিজেই জানান, দুপুরে রাজমা-চাওল খাওয়ার ফলেই এমনটা ঘটে গেছে। শুটিং শেষের পরে সরাসরি গিয়ে অক্ষয়কে এই বিব্রতকর ঘটনার জন্য ক্ষমাও চান । যদিও অক্ষয় হাসিমুখেই বিষয়টি সামাল দেন।
কিন্তু বলিউডে কোনও কিছুই বেশিদিন গোপন থাকে না। শুটিং ইউনিটের কয়েকজনের মুখে মুখে ঘটনাটি ছড়িয়ে পড়ে গোটা ইন্ডাস্ট্রিতে। এবং এখন, জাতীয় পুরস্কারের আলোয় ফের উঠে এসেছে এই ‘গ্যাস-কাণ্ড’!