Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • নেতিবাচক শক্তি দূরে রাখতে চাইলে জ্বালান এই জিনিস দু’টো একসঙ্গে — ফল মিলবে অবাক করা!
অফবিট

নেতিবাচক শক্তি দূরে রাখতে চাইলে জ্বালান এই জিনিস দু’টো একসঙ্গে — ফল মিলবে অবাক করা!

v
Email :14

লবঙ্গ শুধু রান্নার মশলাই নয়, এটি আপনার ভাগ্য বদলের অস্ত্রও হতে পারে — এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র (Lifestyle)। প্রতিদিনের হেঁশেলে ব্যবহৃত এই সাধারণ মশলা নাকি আপনার জীবনের বড় বড় বাধা দূর করতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, বাড়ি থেকে কোনও গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে যদি একজন ব্যক্তি একটি বা দুটি লবঙ্গ মুখে রেখে বের হন, তবে সেই কাজে সফলতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় (Lifestyle)। শুধু তাই নয়, লবঙ্গ ও কর্পূর একসঙ্গে আগুনে পোড়ালে তা নাকি বাড়ি থেকে দূর করে দেয় সমস্ত নেতিবাচক শক্তি, আর্থিক সমস্যাও কমতে থাকে দ্রুত (Lifestyle)।

জ্যোতিষ মতে, কর্মক্ষেত্রে উন্নতি চাইলে বা চাকরির পরীক্ষা দেওয়ার আগে মুখে লবঙ্গ রাখা শুভ। অনেকে আবার লবঙ্গ মানিব্যাগে রাখেন, বিশ্বাস করেন এতে অর্থাগমন নিশ্চিত হয় এবং বাধা কাটে (Lifestyle)।

বিশেষত, কোনও শুভ কাজ বা বড় সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে ৫টি লবঙ্গ সঙ্গে রাখা অত্যন্ত ফলদায়ক। জামার পকেটে বা মানিব্যাগে লবঙ্গ রাখলে জীবনে ভালো সুযোগের দ্বার খুলে যায় বলে মত জ্যোতিষবিদদের।

এমনকি যেসব পরিবারে নিয়মিত অশান্তি লেগে থাকে, সেই বাড়িতে প্রতিদিন ৩টি কর্পূর ও ৩টি লবঙ্গ একসঙ্গে জ্বালালে মিলতে পারে শান্তি ও স্থিতি। তবে এটি বাড়ির বাইরে করাই উত্তম বলে মত বিশেষজ্ঞদের।

আপনার জীবনে কি বারবার বাধা আসছে? চেষ্টা করে দেখুন লবঙ্গের এই রহস্যময় ব্যবহার! ভাগ্য বদলে যেতে পারে এক নিমেষেই!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts