Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • কোচের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি মাঠকর্মীদের! টেস্ট শুরুর আগে ভারতীয় শিবিরে অশান্তির ছায়া
খেলা

কোচের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি মাঠকর্মীদের! টেস্ট শুরুর আগে ভারতীয় শিবিরে অশান্তির ছায়া

Goutam gambhir
Email :9

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে এক চাঞ্চল্যকর ঘটনায় জড়িয়ে পড়লেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Goutam Gambhir)। ওভাল টেস্টের ঠিক আগে ক্যানিংটন ওভালের মাঠকর্মীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ক্ষুব্ধ গম্ভীর চিৎকার করে বলছেন, “Don’t tell us what to do!” — “আমাদের কী করতে হবে সেটা আপনি ঠিক করবেন না।”

সূত্র অনুযায়ী, গম্ভীর (Goutam Gambhir) নাকি দলের জন্য ওভাল মাঠে পাওয়া সুযোগ-সুবিধা নিয়ে একেবারে অসন্তুষ্ট। অনুশীলন পরিকাঠামো থেকে শুরু করে লজিস্টিক সহ নানা দিকেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি (Goutam Gambhir)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, ওভালের মাঠকর্মীরা নাকি গম্ভীরের বিরুদ্ধে অফিসিয়াল অভিযোগ দায়েরের হুমকি দিয়েছেন। যদিও এই অভিযোগ এখনও পর্যন্ত সরকারি ভাবে নিশ্চিত হয়নি।

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম ও শেষ টেস্ট শুরু হতে চলেছে ক্যানিংটন ওভালে। এই ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচনের লড়াই। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট ড্র করে সিরিজে টিকে আছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। এখন লন্ডনে জিততে পারলে সিরিজ ড্র হবে ২-২ ফলে। তবে হেরে গেলে সিরিজ ইংল্যান্ডের ঝুলিতে চলে যাবে ৩-১ ব্যবধানে।

এদিকে, গম্ভীরের (Goutam Gambhir) উপর রয়েছে প্রবল চাপ। এর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হার, আর ইংল্যান্ড সফরেও দুর্বল পারফরম্যান্স—সব মিলিয়ে কোচ হিসেবে তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। তার উপরে বিতর্কিত দল নির্বাচন, বিশেষ করে কুলদীপ যাদবকে বারবার একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত, আরও বিতর্ক উস্কে দিয়েছে।

গম্ভীরের (Goutam Gambhir) এই সাম্প্রতিক আচরণ নতুন করে প্রশ্ন তুলেছে তাঁর নেতৃত্বদক্ষতা নিয়ে। টেস্ট ম্যাচ শুরুর আগে এমন অশান্ত পরিবেশ দলকে মানসিক ভাবে কতটা প্রভাবিত করবে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts