Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ে করতে চেয়েছিলেন এই অভিনেতা! এখন কী বলছেন
বিনোদন

লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ে করতে চেয়েছিলেন এই অভিনেতা! এখন কী বলছেন

KARAN JOHAR
Email :4

বলিউডের সঙ্গে কেআরকে তথা কামাল রশিদ খানের সম্পর্ক ঠিক কতটা জটিল, তা বোঝাতে এক শব্দই যথেষ্ট—’বিতর্ক’। একাধিকবার হিন্দি চলচ্চিত্র শিল্পকে প্রকাশ্যে কটাক্ষ করেছেন তিনি, বিশেষ করে স্বজনপোষণ নিয়ে তাঁর বক্তব্য বরাবরই ছিল তীব্র। করণ জোহরের (Karan Johar) প্রতি তাঁর বিদ্বেষ বহুবার প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাক্ষাৎকারে। অথচ এমন এক ব্যক্তির গলায় মালা দেবেন বলেই ঘোষণা করেছিলেন কেআরকে নিজে!

২০১২ সালে এক বিস্ফোরক টুইটে কেআরকে দাবি করেছিলেন, যদি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী জয়ী হন, তবে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করবেন এবং করণ জোহরের (Karan Johar) গলায় মালা পরাবেন। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সেসময়। পরে মোদী পরপর তিনবার জিতে প্রধানমন্ত্রী হলেও, কেআরকে তাঁর প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন।

নিজের কথার ব্যাখ্যায় কেআরকে অবশ্য জানান, তিনি এখনো অবিবাহিত—সেই প্রতিশ্রুতি পূরণ করার আগেই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু ১০ বছর কেটে গেলেও তাঁর সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এইসব মন্তব্য কেবল কৌতূহল নয়, রীতিমতো বিতর্কও তৈরি করেছে বলিউড মহলে।

কেআরকে-র সঙ্গে বলিউডের দূরত্ব এবং শত্রুতার সম্পর্ক আজ আর নতুন নয়। তাঁর প্রতিটি মন্তব্যেই বিটাউনের দিকেই অভিযোগের তীর ছোঁড়া হয়। তবুও তিনি বারবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট, বিতর্কিত মন্তব্য এবং ‘প্রতিশ্রুতি’র জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts