Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চিরাগ পাসোয়ান এনডিএ ছাড়ছেন? প্রশান্ত কিশোরের সঙ্গে গোপন আঁতাতের জল্পনা তুঙ্গে!
দেশ

চিরাগ পাসোয়ান এনডিএ ছাড়ছেন? প্রশান্ত কিশোরের সঙ্গে গোপন আঁতাতের জল্পনা তুঙ্গে!

chirag kishore
Email :5

বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে বড়সড় মোড়! পুর্ণিয়ার স্বতন্ত্র সাংসদ পাপ্পু যাদব রবিবার দাবি করলেন, লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান (Chirag Paswan) এবং জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর একজোট হয়েছেন আসন্ন নির্বাচনের আগে। তাঁর কথায়, প্রশান্ত কিশোর এখনই ঘোষণা করে দিতে পারেন চিরাগ পাসোয়ানকেই (Chirag Paswan) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে।

সাংবাদিকদের সামনে পাপ্পু যাদব বলেন, “চিরাগ পাসোয়ান (Chirag Paswan) যদি এনডিএ-তে স্বস্তি না পান, আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। প্রশান্ত কিশোর ও চিরাগ (Chirag Paswan) একসঙ্গে কাজ করছেন। যদি ওঁরা কিছু আসনও জেতেন, তাহলে সেটা জেডিইউ ও নীতীশজির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে।”

এই মন্তব্য এমন সময় সামনে এল যখন চিরাগ পাসোয়ান (Chirag Paswan) প্রকাশ্যে আক্রমণ করেছেন তাঁর জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। রাজ্যের ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিরাগ বলেন, “এমন সরকারকে সমর্থন করতে গিয়ে আমি লজ্জিত এবং দুঃখিত। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, এর পরিণতি মারাত্মক হবে।”

তিনি আরও দাবি করেন, নির্বাচনের সময় কিছু অপরাধ ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। কিন্তু প্রশাসনের দায় এড়ানোর জায়গা নেই। “প্রশাসন হয় এর সঙ্গে যুক্ত, নয়তো এতটাই অকার্যকর হয়ে পড়েছে যে বিহার ও বিহারবাসীর নিরাপত্তা দেওয়া এখন আর তাদের ক্ষমতায় নেই,” মন্তব্য চিরাগের।

এই পরিস্থিতিতে এনডিএ-র শরিক দল হিন্দুস্তানী আওয়াম মোর্চা (সেক্যুলার)-এর নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝি চিরাগকে আহ্বান জানিয়েছেন এনডিএ-তেই থেকে জোটকে শক্তিশালী করার। “আমরা এনডিএ-তে আছি। ওঁনাকেও অনুরোধ করব, এনডিএ-কে আরও শক্ত করুন। ২০২০-র পথ যেন না নেন, তাহলেই ভালো,” বলেন মাঁঝি।

প্রশান্ত কিশোর নিজেও আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর দল জন সুরাজ কোনও ‘বাহুবলী’ বা বিতর্কিত প্রার্থীকে টিকিট দেবে না। “আমরা সাধারণ মানুষের সন্তানদের নিয়ে নির্বাচন করব। বন্দুক, টাকা, মদ, বালি বা রাজনীতির বাহুবলীদের কোনও স্থান জন সুরাজে নেই,” বলেছিলেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts