Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • প্রেম, বাগদান, আর তারপর ভাঙন! করিশ্মা-অভিষেক কাহিনির পিছনের অজানা অধ্যায় সামনে আনলেন পরিচালক!
বিনোদন

প্রেম, বাগদান, আর তারপর ভাঙন! করিশ্মা-অভিষেক কাহিনির পিছনের অজানা অধ্যায় সামনে আনলেন পরিচালক!

kaarishma abhishek
Email :4

এক সময় বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন করিশ্মা কাপুর (Karishma Kapoor) ও অভিষেক বচ্চন। তাঁদের সম্পর্ক, এনগেজমেন্ট, এবং পরে সেই সম্পর্কের ভেঙে যাওয়া—সবই সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে বহুবার। কিন্তু এত বছর পর এবার এই প্রেমকাহিনির (Karishma Kapoor) আড়ালের অজানা কাহিনি প্রকাশ্যে আনলেন প্রখ্যাত পরিচালক সুনীল দর্শন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, করিশ্মা কাপুর (Karishma Kapoor) এবং তাঁর পরিবার—বিশেষ করে মা ববিতা ও বোন করিনা—সবার সঙ্গেই তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই ঘনিষ্ঠতার কারণেই করিশ্মার (Karishma Kapoor) জীবনের ওঠাপড়ার অনেকটা কাছ থেকেই দেখেছেন তিনি। তখনই তিনি খুব কাছ থেকে দেখতে পান করিশ্মা ও অভিষেক বচ্চনের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক, এবং তার পিছনের আবেগ, দ্বিধা, এমনকি দ্বন্দ্বও।

সেই সময়ের আবেগকে ঘিরেই পরিচালক তৈরি করেন সিনেমা ‘হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্যায়’। কিন্তু বাস্তবের রোম্যান্স সিনেমার মতো সহজ ছিল না (Karishma Kapoor) । সময় যত এগোয়, করিশ্মা-অভিষেকের মধ্যে ততটাই দূরত্ব বাড়ে।

এই সম্পর্ক ভাঙার মূল কারণ হিসেবে সুনীল দর্শন স্পষ্ট করে তুলে আনেন জয়া বচ্চনের নাম। তাঁর দাবি, জয়া বচ্চন কখনই চাচ্ছিলেন না করিশ্মা কাপুরকে বচ্চন পরিবারের বধূ হিসেবে দেখতে। জয়ার আশঙ্কা ছিল, করিশ্মা তাঁর মা ববিতার মতোই সংসার ছেড়ে আলাদা হয়ে যেতে পারেন, যেটা তিনি একেবারেই মেনে নিতে পারেননি।

২০০২ সালে করিশ্মা ও অভিষেকের এনগেজমেন্টের খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো বলিউডের দুই হাই প্রোফাইল পরিবারের মিলন হবে। কিন্তু সেই খবরে জল ঢেলে দেয় বচ্চন পরিবারের অভ্যন্তরীণ অশান্তি। শেষে করিশ্মা নিজেই সরে আসেন সম্পর্ক থেকে।

আজ এত বছর পর এই বিস্ফোরক দাবি নতুন করে আলোচনার ঝড় তুলেছে বলিউডমহলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts