Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “সেই ভাঙা হৃদয়ে ওর সঙ্গ ছিল বড় ভরসা!” ঈশান-জাহ্নবীর হোমবাউন্ড রিইউনিয়ন নিয়ে ইমোশনাল কনফেশন ভাইরাল
বিনোদন

“সেই ভাঙা হৃদয়ে ওর সঙ্গ ছিল বড় ভরসা!” ঈশান-জাহ্নবীর হোমবাউন্ড রিইউনিয়ন নিয়ে ইমোশনাল কনফেশন ভাইরাল

ishaan and jahanvi
Email :5

২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে বলিউডে একসঙ্গে আত্মপ্রকাশ করেছিলেন ঈশান খট্টর (Ishan Khatter) ও জাহ্নবী কাপুর। এবার সাত বছর পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। তাঁদের নতুন ছবি ‘হোমবাউন্ড’-এর মাধ্যমে হচ্ছে বহু প্রতীক্ষিত পুনর্মিলন। পরিচালনায় আছেন ‘মাসান’-খ্যাত নীরজ ঘেওয়ান। ছবিটির প্রিমিয়ার ইতিমধ্যেই হয়ে গিয়েছে কান চলচ্চিত্র উৎসবে, আর আগামী সেপ্টেম্বরে এটি দেখানো হবে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

‘ধড়ক’ ছিল নাগরাজ মঞ্জুলের বিখ্যাত মারাঠি ছবি ‘সইরাট’-এর হিন্দি রিমেক, যা জাতপাত ও সম্মান হত্যার মতো গম্ভীর সামাজিক বিষয়কে ঘিরে তৈরি হয়েছিল (Ishan Khatter) । বক্স অফিসে সফল এই ছবির একধরনের আত্মিক সিকুয়েল ‘ধড়ক ২’ আসছে ১ আগস্ট, যেখানে অভিনয় করছেন তৃপ্তি ডিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী।

‘হোমবাউন্ড’-এর মুক্তির আগে এক সাক্ষাৎকারে ‘ধড়ক’ দিনের স্মৃতি রোমন্থন করলেন ঈশান (Ishan Khatter) । Zoom-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঈশান বলেন, “ধড়কের সেটে জাহ্নবী আর আমি একে অপরের ভরসা ছিলাম।”

তিনি (Ishan Khatter) আরও বলেন, “আমার চরিত্রটার মধ্যে তখন অনেক দ্বন্দ্ব চলছিল। সে একজন দায়িত্বশীল পুরুষ হতে চাইছিল, কিন্তু পারছিল না। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সে নিজেই ভেঙে পড়ছিল। বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে ছিল অস্থিরতা। এই আবেগগুলোকে বাস্তবভাবে ফুটিয়ে তোলার সময় জাহ্নবীর সঙ্গে বোঝাপড়া অনেক সাহায্য করেছিল।”

‘হোমবাউন্ড’-এ ঈশান ছাড়াও রয়েছেন জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া। ছবির কাহিনি আবর্তিত হয়েছে দুই ছোটবেলার বন্ধু শোয়েব আলি (ঈশান) ও চন্দন কুমার (বিশাল)-কে কেন্দ্র করে, যারা উত্তর ভারতের একটি গ্রাম থেকে উঠে এসে নিজেদের প্রান্তিক পরিচয় ছেড়ে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখে। তবে একের পর এক ঘটনা সেই বন্ধুত্ব ও বিশ্বাসে চিড় ফেলে।

ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে ভারতের থিয়েটার রিলিজ নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। কিন্তু ঈশান-জাহ্নবীর পুনর্মিলন ঘিরে বলিউড অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts