Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ড্রোন থেকেই নিখুঁত মৃত্যু! ভারতীয় সেনার হাতে এবার ULPGM-V3, শত্রুপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দিতে প্রস্তুত ভারত!
দেশ

ড্রোন থেকেই নিখুঁত মৃত্যু! ভারতীয় সেনার হাতে এবার ULPGM-V3, শত্রুপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দিতে প্রস্তুত ভারত!

indian defence system
Email :5

ভারতের প্রতিরক্ষা শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। এবার আকাশ থেকেই নিখুঁত নিশানায় শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দিতে মাঠে নামল আরও উন্নত অস্ত্র—ULPGM-V3, অর্থাৎ UAV Launched Precision Guided Missile-এর তৃতীয় ভার্সন (Indian defence system)। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র তরফে এই অত্যাধুনিক মিসাইলের সফল ট্রায়াল হয়ে গেল অন্ধ্রপ্রদেশের কুর্নুলের National Open Area Range (NOAR)-এ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মারাত্মক মিসাইল এবার যুদ্ধক্ষেত্রে সেনার হাতে হয়ে উঠবে এক ভয়ঙ্কর হাতিয়ার (Indian defence system)।

ULPGM-V3 এমন এক উন্নত গাইডেড মিসাইল, যা সরাসরি আকাশপথে ড্রোন থেকে উৎক্ষেপণ করা যায় (Indian defence system)। শত্রুর অবস্থানে দূর থেকে নিখুঁত হামলা চালাতে এই অস্ত্র কার্যত অতুলনীয়। পরীক্ষার সময়ও এই মিসাইলকে একাধিক টার্গেটের উপর ফায়ার করা হয়। ফলাফল—প্রতিটি ক্ষেত্রে ডাইরেক্ট হিট। লক্ষ্যবস্তু একটিও রেহাই পায়নি। নিখুঁত গাইডেন্স সিস্টেমের মাধ্যমে একের পর এক আঘাতে বিস্মিত পরীক্ষকরাও (Indian defence system)।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর-এর সময় ৭ মে রাতে ঠিক এই ধরনের UAV লঞ্চড স্ট্রাইক চালিয়েছিল ভারত (Indian defence system)। সেসময় পাকিস্তানের দিকের জঙ্গিঘাঁটি, লজিস্টিক সাপোর্ট, এমনকি লঞ্চ প্যাড পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। প্রতিরক্ষা সূত্রের খবর, তখনই প্রথমবার ULPGM-এর মত মিসাইল মোতায়েন করা হয়। এবার তার আরও শক্তিশালী সংস্করণ মাঠে নামল—V3।

ULPGM-V3 এর উন্নত প্রযুক্তি ভারতের ভবিষ্যৎ Loitering Munition এবং Swarm Drone Warfare-এর দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলে দিল বলে মত দিচ্ছেন সামরিক বিশ্লেষকেরা। সীমান্তে দ্রুত ও নির্ভুল অপারেশনের জন্য এই মিসাইল হতে চলেছে এক অবিচ্ছেদ্য অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts