Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “২২ ক্যারেট হীরা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই”—সুস্মিতাকে নিয়ে কাঁদলেন রোহমান! প্রেম কি ফিরছে?
বিনোদন

“২২ ক্যারেট হীরা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই”—সুস্মিতাকে নিয়ে কাঁদলেন রোহমান! প্রেম কি ফিরছে?

susmita sen
Email :7

“২২ ক্যারেটের হীরা কিনতে পারি না”—সুস্মিতা সেনকে (Susmita Sen) নিয়ে আবেগে ভেসে বললেন প্রাক্তন প্রেমিক রোহমান শওল! আবার কি ফিরছে পুরনো প্রেম?

সুস্মিতা সেনের (Susmita Sen) হীরার প্রতি ভালোবাসা বহুবার আলোচনায় এসেছে। তবে এবার প্রাক্তন প্রেমিক রোহমান শওল নিজেই মুখ খুললেন এই প্রসঙ্গে। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউড-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোহমান খোলাখুলি জানালেন, এখনও তাঁর আর্থিক সামর্থ্য হয়নি এমন হীরা কেনার, যেটা সুস্মিতা পছন্দ করেন।

রোহমান (Susmita Sen) বলেন, “যে ধরণের হীরা উনি পছন্দ করেন, সেটা আমি এখনো কিনতে পারি না। তবে ইনশাআল্লাহ, যেদিন উপযুক্ত হব, সেদিন নিশ্চয়ই দেব।” তাঁর এই সরল স্বীকারোক্তিতে স্পষ্ট যে সুস্মিতার প্রতি এখনও গভীর শ্রদ্ধা আর অনুভব রয়েছে।

আরও চমকপ্রদ তথ্য দিয়ে রোহমান জানান, সুস্মিতা সেন (Susmita Sen) সবচেয়ে পছন্দ করেন ২২ ক্যারেটের হীরা! তাঁর কথায়, “উনার একটা প্রিয় হীরা আছে, সেটা ২২ ক্যারেটের। সেটা কিনে দেওয়ার মতো উপার্জন করতে এখনও অনেক সময় লাগবে। তবে ইনশাআল্লাহ, শিগগিরই সেই দিন আসবে।”

রোহমান এবং সুস্মিতা (Susmita Sen) ২০১৮ সালে একে অপরকে ডেট করতে শুরু করেন এবং তাঁদের সম্পর্ক ভেঙে যায় ২০২১ সালে। সুস্মিতা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। সেই সময় তিনি লিখেছিলেন, “আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, বন্ধু হিসেবেই থাকব! সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছিল, তবে ভালোবাসা থেকে গেছে।”

তবে সম্প্রতি তাঁদের (Susmita Sen) একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়—যার ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, তারা কি আবার একসঙ্গে ফিরছেন?

এই গুঞ্জনের বিষয়ে যদিও রোহমান কিংবা সুস্মিতা কেউই এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু তাঁদের ঘন ঘন সাক্ষাৎ আর রোহমানের আবেগঘন কথাবার্তা যেন ইঙ্গিত দিচ্ছে—পুরনো ভালোবাসা কি আবার ফিরে আসছে?

রোহমান শওল এখন নতুন কেরিয়ার পথে পা রেখেছেন। ২০২৪ সালে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন তামিল ছবি ‘Amaran’-এর মাধ্যমে। ছবিতে ছিলেন শিবকার্তিকেয়ন, সাই পল্লবী, রাহুল বোস, ভুবন অরোরা প্রমুখ।

অন্যদিকে সুস্মিতা সেন শেষবার অভিনয় করেছেন ক্রাইম-থ্রিলার সিরিজ ‘আর্য ৩’-তে। রাম মাধবানি পরিচালিত এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিকাশ কুমার, ইলা অরুণ, বিশ্বজিৎ প্রধান, সিকন্দর খের প্রমুখ। সিরিজটি স্ট্রিমিং হচ্ছে JioHotstar-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts