Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • “চুপ থেকে জঙ্গিদের সমর্থন?”—ব্রাজিলের বুক থেকে মোদীর ধ্বনি, পাকিস্তান কাঁপছে!
বিদেশ

“চুপ থেকে জঙ্গিদের সমর্থন?”—ব্রাজিলের বুক থেকে মোদীর ধ্বনি, পাকিস্তান কাঁপছে!

pm modi a
Email :14

আন্তর্জাতিক মঞ্চে ফের সোজাসাপটা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এবার ব্রিকস সম্মেলনের মঞ্চ থেকেই তীব্র আক্রমণ শানালেন পাকিস্তানের বিরুদ্ধে। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আয়োজিত ব্রিকস সামিটে যোগ দিয়ে মোদী (PM Modi) স্পষ্ট জানিয়ে দিলেন—ভারত সন্ত্রাসবাদের শিকার, আর পাকিস্তান সেই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। তাই যারা আক্রান্ত এবং যারা অপরাধে যুক্ত, তাদের এক পাল্লায় মাপা চলে না।

পহেলগাঁওয়ে সম্প্রতি হওয়া জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে মোদী (PM Modi) বলেন, পাকিস্তান বহুদিন ধরেই সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির অংশ করে তুলেছে। ভারতের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে চলেছে তারা। সেই সঙ্গে তিনি তীব্র ধিক্কার জানান তাদের, যারা ব্যক্তিগত স্বার্থে চুপ করে থাকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও অবস্থান নেয় না। মোদীর (PM Modi) কথায়, “চুপ থেকে জঙ্গিদের সম্মতি দেওয়া আর সরাসরি মদত দেওয়ার মধ্যে তফাত নেই।”

brics summit
ব্রিকস সম্মেলন

এই ব্রিকস সম্মেলনে মোদী (PM Modi) ‘পিস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড রিফর্ম অব গ্লোবাল গভর্ন্যান্স’ শীর্ষক আলোচনায় গ্লোবাল সাউথের ভূমিকা নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, বর্তমান সময়ে গ্লোবাল সাউথের কণ্ঠ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের যথার্থ স্থান দেওয়া উচিত।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে ব্রিকস সদস্য দেশগুলোর যৌথ ঘোষণাপত্রেও উঠে এসেছে সন্ত্রাসবাদ বিরোধী বার্তা। তাতে বলা হয়েছে, সন্ত্রাস যে উদ্দেশ্যেই চালানো হোক না কেন, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জম্মু-কাশ্মীরে ২২ এপ্রিলের ভয়াবহ হামলা, যাতে ২৬ জন নিহত হন ও বহু মানুষ আহত হন, তার কড়া নিন্দা করে ব্রিকস। সীমান্ত পেরিয়ে আসা জঙ্গি, আর্থিক মদত ও আশ্রয়—সব কিছুই এই ঘোষণাপত্রে সন্ত্রাসের অপরাধ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

আগামী বছর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। তার আগেই এবার আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে মোদী যেন বলে দিলেন, ভারত সন্ত্রাসের বিরুদ্ধে কোনওভাবেই মাথা নোয়াবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts