হায়দরাবাদের শংকরপল্লি এলাকায় এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে (Viral News)। একটি মহিলা সরাসরি নিজের গাড়ি চালিয়ে রেললাইনের উপর দিয়ে যাওয়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় Viral News)। শংকরপল্লি থেকে হায়দরাবাদগামী রেলপথে ওই সময় চলছিল তার বিপজ্জনক সফর।
ঘটনাটি চোখে পড়তেই রেলওয়ের কর্মীরা Viral News) তাঁকে বারবার থামাতে চেষ্টা করেন। কিন্তু সব অনুরোধ-আবেদন উপেক্ষা করে ওই মহিলা গাড়ি চালিয়ে যেতে থাকেন। শেষে রেল কর্মী ও রেল পুলিশ তাঁকে ধাওয়া করেন কিছুটা দূর পর্যন্ত v। এরপর আচমকাই তিনি গাড়ি লাইন থেকে নামিয়ে পাশের জঙ্গলে গিয়ে ধাক্কা মারেন গাছের সঙ্গে। তাতেই গাড়িটি থেমে যায় Viral News)।
প্রত্যক্ষদর্শীদের তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা একটি Kia Sonet গাড়ি নিয়ে রেললাইনের উপর চালাচ্ছেন Viral News)। গাড়িটি থামানোর জন্য রেলকর্মী ও পুলিশ দৌড়ে পিছু নিয়েছিলেন।
গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা মারায় জানালার কাচ ভেঙে যায়। পরে প্রায় ২০ জনের চেষ্টায় তাঁকে গাড়ি থেকে বার করে আনা হয়। সঙ্গে সঙ্গে রেল পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পরে জানা যায়, গাড়ি চালানোর সময় ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিলেন। রেল পুলিশ সুপারিনটেনডেন্ট চন্দনা দীপ্তি জানান, প্রাথমিক তদন্তে বোঝা গিয়েছে, ওই মহিলা সম্প্রতি পর্যন্ত একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি উত্তরপ্রদেশে।
তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই কাজের পেছনে আত্মহত্যার প্রবণতা ছিল কি না।
এই ঘটনায় হায়দরাবাদ ও বেঙ্গালুরু রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। রেল কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আসন্ন ট্রেন থামিয়ে দেয়, যাতে বড় বিপর্যয় এড়ানো যায়।
শংকরপল্লির কাছাকাছি রেলপথে ঘটে যাওয়া এই ঘটনা রেল কর্মীদের ও যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে।alocoholic womanalocoholic womanalocoholic woman