Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • অসমে বড় ঘোষণা! ১৮ বছরের পর আর আধার কার্ড নয়, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
দেশ

অসমে বড় ঘোষণা! ১৮ বছরের পর আর আধার কার্ড নয়, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

himanta biswa Sharma
Email :2

অসমে আধার (Assam CM) কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বড় ঘোষণা চাঞ্চল্য ফেলেছে। তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত রাজ্যে ১৮ বছরের বেশি বয়সিদের নতুন আধার কার্ড আর দেওয়া হবে না। তবে এই নিয়মের বাইরে থাকবেন তফসিলি জাতি, উপজাতি এবং চা-শ্রমিকরা (Assam CM) । তাঁদের ক্ষেত্রেও আধার কার্ড দেওয়া হবে মাত্র এক বছরের জন্য।

হিমন্ত বিশ্বশর্মা (Assam CM) স্পষ্ট বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড বানিয়ে ভারতীয় পরিচয় নেওয়ার রাস্তা তিনি বন্ধ করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, “আমরা বাংলাদেশিদের সীমান্তের বাইরে পাঠাচ্ছি। চাই না কোনও অনুপ্রবেশকারী আধার কার্ড বানিয়ে অসমে ঢুকে নিজেদের ভারতীয় প্রমাণ করুক। তাই এই ব্যবস্থা নেওয়া হল।”

তবে সাধারণ মানুষের জন্য একটি সুযোগও রেখেছেন তিনি (Assam CM) । সেপ্টেম্বর পর্যন্ত যারা ১৮ বছরের বেশি বয়সি, তারা আধার কার্ড করার সুযোগ পাবেন। তার পর আর নয়। এরপর শুধুমাত্র বিরল ক্ষেত্রে জেলাশাসকের অনুমতিতে কারও আধার কার্ড ইস্যু হতে পারে। সে ক্ষেত্রেও ফরেনারস ট্রাইব্যুনাল ও পুলিশের বিশেষ রিপোর্ট খতিয়ে দেখার পরেই অনুমতি দেওয়া হবে।

অসমের এই সিদ্ধান্তে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছে, এই পদক্ষেপ বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে কার্যকরী হবে। আবার বিরোধীদের দাবি, এতে অনেক প্রকৃত ভারতীয় নাগরিক ভোগান্তির মুখে পড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts